KABYAPOT.COMকবিতা

সর্বংসহা নির্লিপ্ত সাধারণ << প্রবীর কুমার গুহ

Spread the love

সর্বংসহা নির্লিপ্ত সাধারণ
________________
প্রবীর কুমার গুহ
“””””””””””””””””””””””
সত্যিই,
অঙ্ক কি ভীষণ কঠিন,শুধু সিনেমার
বুনোট প্লটে নয় ;
প্রাত্যহিক রোজনামচায় !

অতি সাধারণের সবেতেই শাঁখের
করাত____
তবু অধিকাংশই ছ্যাঁচড়া লোভের
ফাঁদেই,স্বেচ্ছাবন্দী কেন আজ তাঁরা !

এও এক বুঝি আত্মহননের মানসিক
রোগ____
সংসারে কি বিপুল অপুষ্টি,অসহায় তবু
শোষককেই বারে বারে নাকি সম্বর্ধনা
দিতে চায় !

চারিদিকে এত হই হই,অনন্ত ন্যায্য
অধিকার না পাওয়া ক্ষুব্ধ
আলোচনা পথে প্রান্তরে,অসংখ্য শহীদ,রক্তাক্ত ভোর,

মিছিলে মিছিলে ছয়লাপ শাসকের বিরুদ্ধে অবিরাম ধিক্কার,

পিপীলিকার জমাটবদ্ধ পথ অবরোধ,রাত-দিন
একপেশে মিডিয়া লাইভ____
তবু নড়েনা একচুলও
অপশাসন বিভীষিকার জগদ্দল পাথর !

তবু অন্ধকার রাতেই বুঝি আরামেই
স্বপ্ন সাজাতে চায় দীনহীন তাঁরা____
গুটিকয় দিন বদলাবে বলে,
আগুনে দিয়েছে ঝাঁপ,তাঁদের শপথে
আধমরা কোটি কোটি নিঃশ্চুপ,

বুঝি পাশ ফিরে আকাশের গোণে তারা,

ঐ মৃতপ্রায় অভাগারা !

অঙ্ক যে সত্যিই কঠিন……………. !

আশ্চর্য বিমূঢ় আজ সুস্থ প্রভাত চাওয়া
বিপ্লব____
অঙ্ক এর সত্যিই কঠিনতম,হিসাব
মেলেনা এ সর্বংসহা নির্লিপ্ত নীরবতার !

কোথায় রুদ্ররোষ বিস্তীর্ণ ভূমি
জুড়ে,ভেঙ্গেচুরে দেওয়া ঐতিহাসিক
মেহনতী ঝড়ের মাতন !

কবে আর……আর কবে……….. !?
***************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *