KABYAPOT.COMকবিতা

তুমি কী কালমা পড়তে জানো-<<বিধান চন্দ্র হালদার

Spread the love

তুমি কী কালমা পড়তে জানো

বিধান চন্দ্র হালদার

–তুমি কি ‘কালমা’ পড়তে জানো?
+না । কালমা জিনিসটা কী?
–ইসলাম ধর্মের একটি মৌলিক বিশ্বাস ও স্বীকারোক্তি, এর অর্থ কথা ও বাক্য।
+এটা জেনে আমার কী লাভ? তাছাড়া আমি তো কথা ও বাক্য বলতে পারি?
–লাভ লোকসান তুমি মর্গে গিয়ে জানবে। রেডি.- এম.- ফায়ার–
নীল পপি, টিউলিপ গার্ডেন সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে উঠলো!
ভূস্বর্গ লুটিয়ে পড়লো রক্তের নদীতে!

–তুমি কী ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলতে পারো?
+না। লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা কী?
–আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়।
+এটা জেনে আমার কী লাভ? তাছাড়া আমার তো ভগবান আছেন?
–লাভ লোকসান তুমি মর্গে গিয়ে জানবে। রেডি,– এম,– ফায়ার–
আপেল -স্ট্রবেরি- চেরি- সেন্ট্রোস প্লাম সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে উঠলো!
ভূস্বর্গ লুটিয়ে পড়ল রক্তের নদীতে!

প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া, শান্তির হিমালয়ের পাদদেশ হঠাৎ হয়ে উঠল নরকের দরজা!

“মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান/ মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ।”
–নজরুল কী তাহলে ভুল লিখেছিলেন?

ভুল লিখেছিলেন কী শ্রীজাত?
“এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে
এ -ওকে সে -তাকে আরো জায়গা করে দেয়।
তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে?”

এখনও সময় আছে আসুন সবাই কামিনী রায়ের সুরে সুর মিলিয়ে বলে উঠি–
“সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে”

এখনও সময় আছে আসুন অন্তত এপিজে আব্দুল কালামের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলে উঠি–
“মহাপুরুষদের জন্য, ধর্ম হলো বন্ধুত্ব করার একটি উপায়,
ছোট লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে।”

ধর্ম শব্দের অর্থ–যা কিছু ধারণ করে, যা কিছু মঙ্গল, যা কিছু শুভ, যা কিছু কল্যাণ– তাই হল ধর্ম।

পৃথিবীতে কোনো ধর্মই মানুষ খুন করতে শেখায় না।

আসুন সবাই মিলে পৃথিবীকে বাঁচাতে–
কল্যাণপুত কর্মের পরশপাথরে পরস্পর হাত রাখি।

#মানবতা #ধর্ম_সম্প্রীতি #সহিংসতা_প্রতিরোধ #নজরুল #এপিজে_আবদুল_কালাম #শ্রীজাত #বাংলা_প্রবন্ধ #সাহিত্য_ও_সমাজ #সম্প্রীতির_বার্তা

সময়ের দর্পণ কবি
বিধানচন্দ্র হালদার
কাকদ্বীপ ।শান্তিনিকেতন ।কবিতা কুঞ্জ।
30/04/2025

আরও পড়ুন

কবিতা: ঈশ্বর ও মানুষ – কবি প্রদীপ কুমার সামন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *