Spread the love

লেখনীর বিজয়যাত্রা 
🌱🌱🌱🌱🌱🌱🌱
ড: রণজিৎ দাস
🌱 🌱 🌱 🌱           
 বন্ধনহীন জীবনের স্বপ্ন দেখতে দেখতে
                 সত্য শিব সুন্দরের ধ্যান করতে করতে
                 যাত্রা শুরু সেই মহা অতীতে, হে লেখনী
                আজো তোমার তেজদীপ্ত অস্তিত্ব এই মাটিতে।
                 তোমার শিরায় উপশিরায় মানবতার মুক্ত মসী
                 শুভচেতনার মহামন্ত্র তোমার উদারবক্ষে,
                 তোমার রেখার ভাঁজে ভাঁজে প্রেমের মহাকাব্য
                 তোমার গর্ভগৃহে মহাসৃষ্টির অঙ্কুরোদ্গম্।
                 অভিশপ্ত মানব-মানবীর বেদনা-বিধুর দিনলিপি
                 স্বচ্ছ সলিলা তমসা তটিনী বিয়োগান্তক হত্যালীলা
                 স্বতঃস্ফূ্র্ত যন্ত্রনার স্বতঃস্ফূ্র্ত উচ্চারণ মহমুনির,
                 মহাশ্বেতার আশিস ধন্যা সেই নবরত্ন উজ্জয়িনী।
                 দেশে দেশান্তরে রূপে রঙে রসে তোমার জয়ধ্বনি
                 কত কবি কত কল্পনা কত ইতিহাস বিজ্ঞান ভাবনা
                 কতনা বিদ্রোহ প্রতিবাদের ধারাভাষ্য দিয়েছ তুমি,
                এসেছে রিভলুশন্, বেজেছে মানবতার বিজয়শঙ্খ।
 
                 শুভচেতনার আশিস ধন্যা হে মুক্ত প্রাণ মুক্ত লেখনী
                 মুক্তহস্ত বন্ধনহীন উর্দ্ধ আকাশে মুক্তপ্রাণের জয়গান।
                 আগ্রাসনের জিঘাংসা পরাভূত সুদীপ্ত আলোকচ্ছটায় 
                 অন্ধকারের বিরুদ্ধে চির সংগ্রাম হে নির্ভিক লেখনী।
*******************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *