Spread the love

        ছেলেবেলায়           
 ( শিশু-কিশোর ছড়া )
#  প্রদীপ কুমার সামন্ত  # 

নতুন করে চল চলে যাই ছেলেবেলায়
প্রাণটা নাচুক মনের সুখে নানা খেলায় ,
দখিনা পবনে উঠুক ফুটে ফুলের রাশি
গুলবাগিচায় মধুকরের মধুর হাসি   ।

বাবার শাসন, মায়ের আদরে কাটুক বেলা
চু -কিত কিত, বৌ বসন্তী , খো-খো খেলা ,
গন্ধ্যে ভাসুক ছন্দ সুরে রঙিন ছড়া
টক ঝাল মিষ্টি জীবনটা আজ খুশিতে ভরা  ।
ভাই- বোনেদের নিয়ে বসি পড়াশোনায়
ঠাকুমার গল্প ভাসে চোখের কোণায় ,
গল্পদাদুর সাথেই কাটাই সারাটা রাত
ভূতের গল্পে গা হিম্ হিম্ সব কুপোকাৎ ।
ছোটনদীতে দিই ভাসিয়ে পানসি ভেলা
জমে উঠুক গোষ্ট চড়ক গাজন মেলা ,
সাঁঝের বেলা প্রদীপ জ্বালি সুখে দুখে
কুলকুলুতিতে প্রদীপ ভাসাই মনের সুখে  ।
খোলা গায়ে ধুলোবালি আর শিকুন মাখা
মধুর স্মৃতি চোখের কোণে স্বপ্ন আঁকা ,
নেটের যুগে আজ যেন সব বদলে গেল
সিরিয়াল আর টি,ভিতে শিশু মুখ লুকালো  ।
====================================
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা / উমেদ পুর , পোষ্ট – চাউল খোলা , জেলা – দঃ 24 পরগণা , পিন্ – 743377
            কথা- 9830908258
===============================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *