শিশুর চাবি… বিশ্বনাথ সাহা
শিশুর চাবি…
বিশ্বনাথ সাহা
মতের অমিল হতো বটে
মনের হতো না
কড়ি আঙুল ঠেকিয়ে দিয়ে
বন্ধ যে কথা।
ঘন্টা খানেক যেতে না যেতে
যেতাম ছুটে কাছে
বুড়ো আঙুলে বুড়ো আঙুল
মনটা ভাঙে পাছে।
সরলতায় শিশুর চাবি
কড়ি আঙুলে আড়ি
বুড়ো আঙুলে হতো ভাব
আনন্দটা ভারী।
সঠিক বুঝে সেই শিশু মন
বন্ধু সবার বাড়া
অমিল মতের মনের নহে
হয় না বন্ধু ছাড়া।
এস না ভাই আন্তরিকতায়
পরস্পরকে ধরি
চেনা-অচেনায় হোক মেল বন্ধন
বাঁচার রসদ গড়ি।
© বর্ধমান/ ২৬ চৈত্র ১৪৩১
9 April 2025
Pingback: অনুভূতি - বিশ্বজিত মুখার্জ্জী কাব্যপট
Pingback: কবি হান্নান বিশ্বাস - কাব্যপট পত্রিকা