ভ্রমণ পিয়াসী
বিশ্বনাথ সাহা
বন্ধু, ট্যুরিস্ট বেশে দিব্যি
ঘুরো দেশ বিদেশে
চলতে পারো সবার সাথে
ভালোই, মিলে মিশে।
যাত্রী নিয়ে যাওয়া আসা
ভ্রমন পিয়াসী মন
দেশপ্রেম ও ভালোবাসা
দিয়ে তোমার যতন।
ঘুরছো তুমি বার মাস-ই
মধুর হাসি মুখে
যাত্রী গণের করছো সেবা
রাখছো তাদের সুখে।
প্রয়োজনে তুমিই সদা
থাকছো তাদের পাশে
দুঃখী জনের অশ্রু মুছাও
তুমি অনায়াসে।
প্রয়াসে তোমার ট্যুরিস্ট শিল্প
চলছে দেশে দেশে
ভ্রমণ পিপাসু মন ধায় যে
তোমায় ভালোবেসে।
© বর্ধমান/২৩ পৌষ ১৪৩১
প্রত্যেকটা লেখা আমি মনোযোগ দিয়ে পড়ি। খুব ভালো লাগে।