কবিতাKABYAPOT.COM

কবিতা, কবিরা পায় না খেতে – ঋদেনদিক মিত্রো

Spread the love

কবিতা, কবিরা পায় না খেতে

  ঋদেনদিক মিত্রো

 

[ A Bengali poem like “Kabira Payna Khete” i,e “Poet can’t eat” by Ridendick Mitro, is a poem that reveals, people hit the poets that they are not able to earn bigger, so this job is laughable. But, the poet answers here by disclosing that Who demand the poets disqualification, they earn with dishonesty directly or virtually. Poets didn’t do it. So, that’s why the poets are not able to eat? Very logical and heart-touching poem to verify the civilization’s as usual beliefs. ]

 

কবিতা, কবিরা পায় না খেতে

 

ঋদেনদিক মিত্রো  ( ভারত )

 

কবিরা পায়না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ চাকরি খুইয়ে

আদালতে যায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

পরীক্ষায় পাস করেও

করে হায়, হায়।।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা আইন পাসটা করে

মানুষকে ঠকায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা চিকিৎসক হয়ে তো

মানুষকে ছুটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ নেতা হয়ে

মানুষকে চটায়।

 

কবিতা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ ভেজাল দিয়ে

দ্রব্য বিকায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ আতংকতে

চোরকে তেলায়।

 

কবিরা পায় না খেতে,,

কারা খেতে পায়,

কবিদের খাটিয়ে যারা

তারপর তাড়ায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

সংসারে দক্ষ যারা

সিন্দুক ভাঙায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

বাপ মাকে ফেলে আসে

বৃদ্ধাশ্রমটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ ফন্দি করে

মানুষকে নাচায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

গোয়েন্দা বা পুলিশ হয়ে

নিজেরাই খাঁচায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ পনটা চেয়ে

বউকে ঠেঙায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা সব স্বামীর থেকে

মাংশ খসায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা নাকি জ্ঞানকে দেখে

দৌড়ে পালায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা হয় পাচারকারী,

যে যার ধান্দায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা সব আমলা হয়ে

মানুষকে খেলায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা সব ফুট্টানিবাজ

বাপের টাকায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

রাজকোষ চুরি করে

যারা ছটফটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

আত্মীয়দের ঠকিয়ে

ফেলেছে কাঁটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ দালালিতে

মানুষকে ঘাঁটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

রাজকোষ চুরি করে

যারা জেলে যায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

সমাজের টাকা যারা

পকেটে ঢোকায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

চুরিকে সাপোর্ট দিয়ে

ভাউচার বানায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

কবিদের পড়ে যারা

ডিগ্রি বানায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা সব ধ্বংস চেয়ে

অস্ত্র বানায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ মিছিল দিয়ে

চোরের জয় গায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা চড়া সুদটা নিয়ে

টাকাকে খাটায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

ব্যাংকে ঋণ নিয়ে যারা

বিদেশে পালায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

পদটা পেয়েও যারা

শুধু ঘুষ খায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা পাপ করার পরে

পূণ্য স্নানে যায়।।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

মানুষকে পাকায় যারা

মিথ্যা মামলায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

অন্যায় দেখেই যারা

ভয়ে চোখ বুজায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

যারা ঐ ব্যস্ত থাকে

চাটুকারিতায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

শিক্ষক হয়ে যারা

চুরিকে দেয় সায়।

 

কবিরা পায় না খেতে,

কারা খেতে পায়,

শিক্ষিত হয়ে যারা

বইকে বিদায়।

 

———————————

 

About the poet ঃ– 

 

ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , পেশায় কবি, উপন্যাসিক, গীতিকার, কলামিস্ট, ইংরেজি, বাংলা ও স্প্যানিস ভাষায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

 

আরও পড়ুন


অনুভূতি – বিশ্বজিত মুখার্জ্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *