কবিতা: তবু কবিরাই কেন শত্রু | Ridendick Mitro | আধুনিক বাংলা কবিতা
কবিতা: তবু কবিরাই কেন শত্রু
[ A Bengali poem like “Tobu Kobirai Keno Satru” i.e “Why Poets are enemies”, by Ridendick Mitro, says that poets are needed in A to Z causes in the society. So, why do they belonged to denial conditions in society and are being attacked by the rulling powers in some cases and back to back rulers decorate the best honours for the poets with regularity. From behind the wall evidences are revealed in here with the skill of perfect taste by submitting the supporting logics towards poets. ]
———————————
ঋদেনদিক মিত্রো ( ভারত )
কবিতা লিখতে কেউই তো বলেনা,
কবির কথায় কেউই তো চলেনা,
তবু কারা লিখে যায়,
একা-একা নিরালায়।
হাজার-হাজার ভাষায় কবিতা
লেখন এবং প্রতিযোগিতা,
মুদ্রন আর ইন্টারনেটে
প্রকাশিত হয় চুপচাপ থেকে,
কে পড়ে আর কে পড়বেনা,
কে হল চেনা, কেই বা অচেনা,
মাঝে-মাঝে ডাক কবিতা পড়ার সভায়,
এক কাপ চা, দুটো লুচি খেতে পায়,
তবু তারা লিখে যায়।
কেউ বাড়িছাড়া কবিতা লেখার জন্য,
কারোর পোশাক অতীব বিপন্ন,
কেউ প্রেম ছাড়া, কবি হতে চায় বলে,
প্রেমকে হারিয়ে কবিতায় বুক জ্বলে।
লাখো জন প্রতি কার প্রতিষ্ঠা, শ্বাস,
এ সব খবরে উৎসাহ চারপাশ,
গল্পে-গল্পে কেটে যায় এভাবে,
আড়ালে-আড়ালে তবু তারা লিখে যাবে,
কোনো সংস্থা দিল বা মেমেন্টো,
সাধারণ এক শংসাপত্র তো,
তবু তা-ই পেতে কত অকুণ্ঠ টান,
কত পথ এসে পাওয়া এই সম্মান,
এইটুকু পেয়ে কবি যেন প্রাণ পায়,
তবু তারা লিখে যায়।
এই পৃথিবীতে থেকে যেন তবু তারা
আলাদা বিশ্বে রয়েছে চিন্তা দ্বারা,
রাষ্ট্র এবং বিশ্ব তাদেরই জন্য
সেরা সম্মানগুলি রেখে ধন্য,
অন্য সকল পেশা ও কাজের চেয়ে
কী এক কারণে অমরতা বেশি পেয়ে,
কবিরাই হয় সব চেয়ে সেরা দান,
নিচু থেকে উচু পাঠ্যসূচিতে স্থান,
মুখেমুখে ঘোরে কবির কবিতা, জীবনী,
পার্লামেন্টে কবির লেখন সৃজনী
গীত হয় তা জাতীয় সঙ্গীতে,
রাষ্ট্রের মান কবির লিখনিতে,
কবি জাত তাই কেমন এসব পায়,
সারা পৃথিবীটা বাঁচে শুধু কবিতায়।
তবু বলি, বিপ্লবীরাই সেরা জন,
যারাই তো লড়ে যেখানেই দুশমন,
সব চেয়ে সেরা কৃষক, মজুর, কুলি,
তাদেরকে কি কখোনো উপরে তুলি!
শিক্ষকগন আমাদের জ্ঞানদাতা,
জ্ঞানদাতা তো জীবনের সেরা ত্রাতা,
জ্ঞানদাতা তো জীবনের সেরা ত্রাতা,
সেরা হল বিজ্ঞানী আর ডাক্তার,
সেরা নয় কেন কোনোও ইঞ্জিনিয়ার,
সেরা কেন নয় চা পান দোকানি,
সততার শ্রমে সংসারে টানে ঘানি,
কিন্তু সকল সেরাকে কে তুলে ধরে?
সে তো শুধু কবি আলোকিত অক্ষরে।
কবির কাজকে নিয়েই তো ফাংসান,
শিশু থেকে বড় সকলেই বেগবান,
আবৃত্তি বা সঙ্গীত গেয়ে দিয়ে
পুরষ্কার আনে কৃতিত্ব দেখিয়ে,
আলমারি ভরা কবির লেখনি বই,
মিটিং ও মিছিলে শ্লোগানের হৈচৈ,
সবই তো কবির লেখনির দ্বারা হয়,
কবিদের দ্বারা নেতা মন্ত্রীর জয়,
তবুও কবি মানে নাকি হেলিত,
বিষ্ময়কর অপমান কার প্রেরিত,
বিশ্বের সব অনুষ্ঠানের Theme Song,
কবির হাতের ভাষায় সুরের রঙ।
কবির লেখায় আসে শুধু বিপ্লব,
কবির লেখায় মুনির মন্ত্র স্তব,
তবুও কবি জাত নাকি অসহায়,
কারা এইসব বলে নাকি মজা পায়।
কবিরা আবার এমন শক্তিশালী,
রাষ্ট্রনায়ক ভয় পায় চুনকালি,
কবিদের তাই কখোনো অভাবে রাখে,
কখোনো কবিকে মেরে ফেলে আঘাতে,
কখনো বা ফাঁসি লাগায় কবির গলায়,
তবুও কবিরা কবিতাই লিখে যায়।
বিশ্বের সেরা একতাবদ্ধ মেলা,
সেটা বইমেলা, বই নিয়ে কত খেলা,
সেখানে থাকেনা ধর্ম ও জাতপাত,
সেখানে শুধু সত্য মানুষ জাত,
সারা বিশ্বের যত বড়-বড় কাজ,
সেটা তো করে শুধুই কবি সমাজ।
কারো লেখা খাতা উই খায় চুপচাপ,
কেউ বই ছাপে সহে কত সংঘাত,
কেউ হয় ধনী কবিতাই লিখে-লিখে,
এভাবে কবিরা ছড়িয়েই চারিদিকে,
কে বা কাকে চেনে, নেই তার কোনো দিশা,
তবু তারা এক, মেটায় বিশ্বে তৃষা,
কেউ প্রেম করে কবির কবিতা দিয়ে,
তাতেই প্রকাশ হৃদয়কে রসিয়ে,
চারিদিকে শুধু কবিদের জয়, জয়,
মহাবিশ্বে এজাতি কী বিষ্ময়,
কবিদেরকে বিজ্ঞানীরাও পড়ে
অনন্তের কী এক সত্য ধরে,
যারা বলে কবি পায়না তো দানাপানি,
তারই ডিগ্রিটা কবিকে পড়েই জানি,
শিশুরা পড়ছে কবির কবিতা ছড়ায়,
বড়রা পড়ছে কবির কবিতা লড়ায়,
জীবন চলছে কবিতায়-কবিতায়।
রেডিও, টিভি, সিনেমা, কোথায় নয়,
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়,
সর্বত্রই কবির জয়ধ্বনি,
আগে দরকার কবি-লেখকের লেখনি,
কবিকে নিয়েই বাকিদের যশ, ধন, মান,
তবু কবিকেই করে সব অপমান,
কবিরা রয়েছে বলেই সৃষ্টি মধুর,
জীবন রয়েছে অনুভবে ভরপুর।
এবার বুঝেছ, কবি জাত কোন্ জাত,
নামি বা অনামি নিয়ে হয় না তো মাপ,
ব্রাহ্মণগন ধনী বা দরিদ্র,
তাতে কী, তারা তো উচ্চ বর্ণে ঋদ্ধ,
মানুষ শ্রেষ্ঠ জ্ঞানে আর আচরণে,
তাই সে অর্থে আনিনা তো ব্রাহ্মণে,
উদাহারণের জন্য বলছি এটা,
কবি জাত মানে বর্ণ শ্রেষ্ঠ যেটা,
কবিকে যতই ঘৃণা করো রমরমা,
সোনা থেকে যাবে নর্দমাতেও সোনা।
———————————–
About the poet :—
ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro ), পেশায় ইংরেজি, বাংলা ও স্প্যানিস ভাষায় কবি, উপন্যাসিক, গীতিকার ও কলামিস্ট।
<
স্বাগতম!
এটি একটি হালকা পপআপ বার্তা।