আকর্ষণ –<<বিশ্বজিত মুখার্জ্জী
আকর্ষণ
-<<বিশ্বজিত মুখার্জ্জী
নদী বোঝে নাব্যতা তার শেখড় বোঝে মাটির টান…
জলের তোড়ে ঝর্ণা ধারা পাহাড় বুকে ছন্দ গান।
স্থবির বুকে প্লাবন ভারে উচ্ছলিত জলের ঢেউ…
পাহাড় নদীর পারস্পারিক মেলবন্ধনে আপন কেউ!
ছটফটানি পাহাড় কোলে মিলনের পথ হারায় দিক…
নদী যদি প্রেমিকা হয় পাহাড়ও হয় ঠিক(বিরহী) প্রেমিক!
দুইয়ের বুকে প্রণয় সোহাগ আলিঙ্গনে দখলদার..
অনুগত পাহাড় ভূমি নদীর বুকে হাহাকার।
খেয়াল পথে দেয়াল হয়ে সামলে নেয় সে নদীর রুপ…
তীব্রধারার গতিপথে নদী কভু হয় কী চুপ?
স্রোতস্বিনীর গতিপথে কান্নার রোল ক্রমাগত…
শেখড় বাঁচে মাটির টানে অবিশ্বাস পরিমিত।