কবিতা : দ্রৌপদী
🌱🌱🌱🌱🌱
বিষ্ণু ঘোষ
🌱🌱🌱🌱
আজ আর কোন কৃষ্ণ
বাঁচাতে আসে না দ্রৌপদীর সম্মান ,
হে নারী সমাজ.. তোমরা জেগে ওঠো
নিজ হাতে ধংস কর দুঃশাসনেরে
দুর্যোধনের জানু ভেঙে কর খান খান ।
আজ আর কোন কৃষ্ণ
বাঁচাতে আসে না দ্রৌপদীর সম্মান ,
হে নারী সমাজ.. তোমরা জেগে ওঠো
নিজ হাতে ধংস কর দুঃশাসনেরে
দুর্যোধনের জানু ভেঙে কর খান খান ।
ধংস কর সেই নর পিশাচ ধর্ষকদের
যারা সমাজের ভালো চায় না ,
যাদের হাতে বয়স্ক মায়েরা কিম্বা
দুধের শিশুকন্যাও রেহাই পায় না ….
যারা সমাজের ভালো চায় না ,
যাদের হাতে বয়স্ক মায়েরা কিম্বা
দুধের শিশুকন্যাও রেহাই পায় না ….
হে দ্রৌপদী আজ তুমি
হয়ে ওঠো এ যুগের চামুণ্ডাকালী ,
বিনাশ কর অসুরের দল
নারীশক্তি হোক আজ শক্তিশালী ।
হয়ে ওঠো এ যুগের চামুণ্ডাকালী ,
বিনাশ কর অসুরের দল
নারীশক্তি হোক আজ শক্তিশালী ।