Spread the love

🏝️রোদ বৃষ্টি🏝️
*মুক্তি সাধন বসু*
***************
ভরা রৌদ্রতে হটাৎই বৃষ্টি
না কোনো আভাস না পূর্বাভাস
না বাদল মেঘের আনাগোনা
ছিলনা প্রস্তুতি পাখীর ডানায়
পথে জনপদে পায়ের ব্যস্ততা,
আচম্বিতে এল মেঘকে এড়িয়ে
আকাশ থেকে আশির্বাদী জল
সোঁদা মাটির গন্ধে ভেজা সুখ
জানি ক্ষনিকের, এক নিমেষের।

ভরা জীবনটাতে হটাৎই বিপর্যয়
সশস্ত্র শাসনের রক্তাক্ত সুনামি
মাথার উপর ওজোনের ছেঁড়া কাঁথা
অতিবেগুনির অদৃশ্য বিকিরণ,
সুখ পোড়ে শোণিতে স্নায়ুতে
ত্বক পোড়ে রঙে রসায়নে
মুখ পোড়ে মানবিকতার
অতি সক্রিয় সুক্ষ জীবাণু
মৃত্যুর চুক্তিপত্রে দর কষাকষি ।

মানচিত্রে চরিত্রের চিত্র বদল
কালির আঁচড়ে আঘাতে সংঘাতে
উপত্যকা কাঁপে বিদ্বেষে বারুদে
নড়ে উঠে সীমারেখা সভ্যতার ভিত,
ক্রমাগত অবক্ষয় গঙ্গায় ভাঙ্গন
সমাজের মৃত মুখ চিতায় সাজানো
অঙ্গীকার জ্বলে, রাত কাঁপে সমবেদনায়
আবার আচমকা বৃষ্টি, শান্তির প্রলেপ
কলঙ্ক মোচন, বিকাশের বার্তা বাতাসে ।

*********************************

লেখক পরিচিতি তে লেখকের নিবেদন :

কবিতার জগতে আমার পরিচিতি কর্ণের মতই, নাম গোত্রহীন। পেশায় কৃষি বিজ্ঞানী। কলকাতায় ফিরেছি ৩৭ বছর পর। কর্ম সুত্রে দেশে, বিদেশে থাকতে হয়েছে। বাংলাতে লেখা পড়া করার সুযোগ ছিলনা। নতুন করে শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *