Spread the love

লম্ফ বিয়োগ
                      লিলি সেন
দপ্ দপ্ করে বিয়োগের লম্ফ!
সঙ্গিনী কেরোসিন অন্বেষণে
কেউ বা গুন- ভাগে ব্যস্ত মানসপটে।
এমনি সময় বৈদ্যুতিক বাল্ব
তীব্র রোশনাই এ বলল
লম্ফ রেখে দাও তুলসী তলায়,
চন্দন গন্ধে নিভে যায় আলো
পড়ে থাকে আত্মাবিহীন শরীর।
অতি প্রিয়জন ছুটছে এলোপাথারি।
একটু কেরোসিন দেবে?
একটু কেরোসিন;
বিদ্ধস্ত এলোচুল—
অন্যরা শুরু করেছে
লম্ফ-ঝম্প বারবেলায়।

শ্বশুর ভিটায় প্রথম পদার্পণে
লম্ফটির সঙ্গে ভালোবাসা ছিল সঙ্গিনীর।
ঐ স্নিগ্ধ আলোয় জগৎ ছিল আলোকিত,
ওর স্নেহের পরশে মন ছিল দোদুল্যমান।
শুভদৃষ্টিতে ছিল না
বৈদ্যুতিক বাল্বের ঝাঁঝ;

লম্ফ বিয়োগের বেদনায় তাই লোডশেডিং।
বৈদ্যুতিক আলো যদিও এখনো জ্বলছে—
অশ্রু ঝরে চোখ ঝাপসা হতে হতে
হাই পাওয়ারের চশমা আজ—
সবই অস্পষ্ট, হিসেবে গরমিল,
যোগ, বিয়োগ,গুন,ভাগ সবকিছুতেই—
শুধু তুমি আমার হৃদয়ে স্পষ্ট বিরাজমান।।
________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *