কবি ভূবন বন্দোপাধ্যায়
Spread the love

গীতিকার,সুরকার ,কন্ঠ শিল্পী ও কবি আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় ভূবন দা (ভূবন বন্দোপাধ্যায় ) দুটি কবিতা পাঠিয়েছেন, লোভ সামলাতে না পেরে দুটোই হাজির করলাম। পড়ুন মন্তব্য ও শেয়ার করুন আনন্দে…

১) খেলা

দেখে দেখে কত খেলা
পেকে গেল চুল,
বাকি আছে কোনটা যে
ভেবেই আকুল ।

ফুটবল দেখেছি তো
মাঠে ময়দানে,
ক্রিকেটের কথাটাও
সব্বাই জানে ।

ভলিবল ভাডুগুডু
আর ডাংগুলি,
লাল লাঠি কানামাছি
জানা সবগুলি ।

তাস আর ক্যারামেই
নেশা ছিল বেশ,
জুয়া খেলে অনেকেই
হয়ে গেছে শেষ ।

দাবা খেলে সময়টা
বেশ চলে যেত,
হাবু জ্যাঠা প্রতিদিন
ঘরে গাল খেত ।

লুডো নিয়ে দুপুরেতে
হত হইচই,
কখনো সাপের মুখে
কখনো বা মই ।

খেলা হবে বলে সব
কোন খেলা তবে,
মানুষের জান নিয়ে
খেলা বুঝি হবে ।

দেখব না সেই খেলা
যাতে ঝরে রক্ত,
ভাই ভাই এক আছি
হবো না বিভক্ত ।
______________________
২) কবি

পেট ভরে মোটা ভাতে
কাব্যেতে মন,
কবিদের আর কিছু
নেই প্রয়োজন ।

রাজনীতি থাকে দূরে
প্রেমপ্রীতি কাছে,
কিছু নেই তাহাদের
তবু সব আছে ।

মাথার ঝাঁকড়া চুল
গালভরা দাড়ি,
খাদির পোশাকখানা
কম দামি ভারি ।

পকেটেতে বিড়ি আর
থাকে দেশলাই,
খুচরো পয়সা কিছু
আর পেনটাই ।

পায়ে হাওয়াই চটি
সেকেলে চশমা,
কাগজে কলমে ধনী
আসলে তা না ।

দুই চোখে যাই দেখে
তাই লিখে যায়,
কাউকে যে দুনিয়ায়
ভয় নাহি পায় ।

খ্যাপা খ্যাপা ভাবখানা
বলে শুনি লোকে,
হাজার কষ্টেও থাকে
সদা হাসি মুখে ।

কবিরাই রেখে যায়
পৃথিবীতে ধন,
আগামীতে সকলের
হয় প্রিয়জন ।
_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *