Spread the love

      ছুটে গেল হাত
✍️মনীষা কর বাগচী✍️
***************
“পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ, পিতরি প্রিতীমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা!”

কেন এমন করলে বাবা?
তোমার আঙুল ছেড়ে আমি তো চলতে শিখিনি
পিছনে খাই, সামনে সমুদ্র, আতঙ্কে আড়ষ্ট আমি…

তোমাকে ছাড়া আমি যে অচল
ডুবে যাচ্ছি ক্রমাগত
আর কি ধরবে না হাত বল?
তুমি এমন করতে পারনা বাবা
আমার মাথা থেকে সরাতে পারনা অশত্থের ছায়া
এই বিপুল পৃথিবীতে ঝড়ঝাপটা সাইক্লোনের বিভীষিকা চৌদিকে
এর মধ্যে ছাতা বিহীন কেমন করে বাঁচি?

ফিরে এসো বাবা
তোমার অভয় স্পর্শ পেলে আমি তোলপাড় করে দিতে পারি জীবনের এমাথা থেকে ও মাথা।
মসৃণ করে দিতে পারি সমস্ত এবড়ো খেবড়ো পথ
ভেঙে চুরে গড়ে নিতে পারি প্রশস্ত ললাট!

তোমার আশীর্বাদে ভালো থাকব আমরা
ঐ দুনিয়ায় ভালো থেকো তুমিও
চিন্তা করোনা কারো জন্য
নিশ্চয়ই দেখা হবে আবার !
যদি পারো এবার বাবা হয়ে নয়, ছেলে হয়ে এসো
আমার আগে যেতে পারবেনা তখন।

যা দিতে পারনি তার জন্য ক্ষোভ নেই কোনো
যেটুকু দিয়েছ তার জন্য চিরকৃতজ্ঞ র‌ইলাম
জ্ঞানে অজ্ঞানে ব্যথা যদি দিয়ে থাকি মনে ক্ষমা করে দিও
তুমি আমার প্রণাম নিও বাবা
শত শত প্রণাম নিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *