নববর্ষ <<< উৎপল দাস
#নববর্ষ
উৎপল দাস
তোরই পায়ে হেঁটে যাবো আস্ত একটা দিন
তোরই পায়ে গড়িয়ে দেবো অলস বিকেল বেলা
;
এখানটাতে দিন বলতে মুহূর্তরা শুধু
মাটির পুতুল বানিয়ে নিয়ে বর বউ খেলা।
তোরই পায়ে হেঁটে যাবো শিশির ভেজা ভোর
কুড়িয়ে নেবো দু হাত ভরে কমলালেবু রোদ
এখানটাতে জীবন মানে জটিল কিছু নয়
অল্প আড়ি, অল্প ভাবে হিসেব শোধবোধ।
তোরই পায়ে হেঁটে যাবো আগামী ভবিষ্যৎ
এ যাপনে সঞ্চিত যা সস্তা কিংবা দামি
এখানটাতে ফেরিওয়ালা স্বপ্ন বিক্রি করে
তোর মধ্যেই রেখে যাচ্ছি অতীতের পাগলামি।