নববর্ষের উৎসব ও নববর্ষের তাৎপর্য – রাজকুমার সরকার (সম্পাদক:সুতপা)
নববর্ষের উৎসব ও নববর্ষের তাৎপর্য
**************
রাজকুমার সরকার
সম্পাদক:সুতপা
——————-
এসো হে বৈশাখ এসো এসো……
হ্যাঁ,এভাবেই আমরা বৈশাখকে আমন্ত্রণ করি।নতুন বছরকে আমন্ত্রণ করি।পয়লা বৈশাখ মানেই বাংলা নতুন বছরের শুরু।বাঙালির বারো মাসে তেরো পার্ব্বন।বাঙালিরা উৎসব প্রিয়,ভ্রমণপ্রিয়,খাদ্য প্রিয় একথা আমার নয়;সর্বজনবিদিত।নতুন কিছু পেলেই বাঙালিদের আবেগ চোখে পড়ার মত।বাঙালিদের ‘বইমেলা’ এখন একটি পার্ব্বণের রূপ নিয়েছে।তেমনই নববর্ষও এক উৎসব বা পার্ব্বণ।বসন্তকালে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হয়ে থাকে বা হচ্ছে আর বাসন্তী পুজোর পরেই বাঙালিদের কাছে প্রিয় উৎসব হিসেবে ‘নববর্ষ উৎসব’ এসে পড়ে।আগে নববর্ষের প্রথম দিনটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল।এদিন নতুন ব্যবসায়ের আরম্ভ এবং নতুন খাতা মহরত করা হোত।এই অনুষ্ঠানকে হালখাতা বলা হোত।ব্যবসায় সম্পর্ক স্থাপন শুভ বলে মনে করা হোত।বর্তমানেও এই রীতি প্রচলিত ও বলবৎ আছে।নববর্ষারম্ভ।নতুনখাতা পুজো। হালখাতা মহরৎ।বাংলা নতুন বছর শুরু।অনেক জায়গায় বাস্তুদেবতার পুজো,গো পুজো হয়।নববর্ষে দেখা যায় অনেক উৎসব ও মেলা।নববর্ষের মাস মানে মেলার মাস।আর মেলা মানেই- মিলন।আনন্দ।
বছরের প্রথম দিনটি আমরা খুব আনন্দের সাথে পালন করি।নববর্ষ মানেই নববস্ত্র পরে ঘোরাঘুরি করার দিন। নববর্ষে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার দিন। আনন্দের দিন। পুরোনোকে ভুলে গিয়ে নতুনকে আবাহণের দিন।সিনেমা দেখা,মল ও বিভিন্ন শপিং কমপ্লেক্স-এ ঘোরা সবই এখন নতুন বছরের আনন্দ। বৈশাখ মাসের প্রথম দিনে নববর্ষকে স্বাগত জানানোর বিশেষ দিন।নববর্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়।বন্ধু-বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করা,মিষ্টিমুখ,উপহার দেওয়া নেওয়া, একে অপরকে নিমন্ত্রণ করা
ইত্যাদি নতুন বছরের প্রথম দিনটি আমাদের কাছে উৎসব।
বৈশাখ মাস কীর্ত্তণের মাস।নগর কীর্ত্তণ।বৈশাখ মাসের প্রথম দিন প্রতি বাড়ির তুলসী মন্দিরে মাটির ছোট হাঁড়িতে(ভাঁড়ে) কাঁচা আম,গুড়,ছোলা জল ভিজিয়ে দু দিকে দুটো বাঁশ দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং হাঁড়িটির নীচে একটি ছোট্ট ছিদ্র করে দেওয়া হয়।সেখান থেকে জল পড়ে টুপ টুপ করে তুলসীগাছে। প্রতিদিন স্নান করে জল দেওয়া হয়।এখনও গ্রামাঞলে পুরো বৈশাখ মাস জুড়ে কীর্ত্তণ হয় এবং মাসের শেষে সংক্রান্তির দিন শেষ হয়।সকালে সূর্য ওঠার আগেই শোনা যাই—বল ভাই কানাই যাবি কি নারে,দেখনা কত বেলা হোলো যাবি কি নারে…….
আমাদের জীবনে যে দুঃখ-বেদনা হতাশার কুয়াশা জমা হয়ে থাকে তাকে আমরা ভুলে গিয়ে নতুন উদ্যমে নতুন বছরে আনন্দ করি।নতুন বছরকে উৎসবের মত পালন করি।আমরা নতুনকে পেয়ে ভুলে যেতে চাই আমাদের পেরিয়ে যাওয়া খারাপ দিনের কথা।সকল কালিমা মুছে আমরা নতুন বছরে নতুন দিনে আনন্দ খুঁজি…….