শিরোনাম—তবু আছি
কলমে—সুতপা দাস
ধরা যায় না ছোঁয়া যায়না
নাগালের বাইরে সে দূরে— বহু দূরে
অসংলগ্ন মন ধায় , তবু সে পরিধায়
কে কার কথা শোনে , বাগ মানে কোন শাষনে ?
এভাবেই বেঁচে থাকার আওতায় টেনে
আছড়ে ফেলি নিজেকে
খাবি খাওয়া ডাঙ্গার মাছের মত
হাঁ করে বাতাস টানি বুকে
আহরিত হয়না কোন বাঁচার রসদ
মরণ তো আসেই না
আমাতে নেই তার এতটুকুও দরদ
বাঁচার নামে জিইয়ে রেখেছি …
আছি আছি এখনো বেঁচেই আছি ৷
মনের কোনে
পাতাঝরা শুকনো শব্দ সম্ভার
ভাবের ঘরে আনাগোনা সুখের অভাব
সৃষ্টি আমার থমকে থেমে
আচম্বিত বালিকার মত ৷
তবু কলম তুলি হাতে , দেখি যখন
গোধুলি বেলায় বলাকারা উড়ে যায়
তাদের নীড়ে ফেরার পথে
সূর্য ডোবার সিঁদুরী পেক্ষাপটে ৷
কলম তুলি ,
ঝরেপড়া কৃষ্ণচূড়া পলাশ পথে
এ সকালে আবার হেঁটে যেতে চেয়ে ৷
কলম তুলি ,
আমার পরিচিতি তে
তারা যারা তাদের ভালবাসায়
আমায় হাতছানি দিয়ে ডেকে কয়
কবি তুমি কোথায় হারিয়ে গেছ?
কলম তুলি
আবার তো সেই তোমারই তাগিদে
নিজেকে ফিরে দেখতে চেয়ে
দূর থেকে আউড়ে যাওয়া
কত না বলা কথা…..আমার কবিতা
স্পর্শ ব্যতিত হতে চেয়ে শিহরিত
সেই তো তোমার ভাবেই আমার কবিতা
অবশেষে !!
তুমি শুনবেতো , আমার কবিতা ???