(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
💥সাবধান!!!
✍️টুলটুল দেবনাথ✍️
ঘেষো না আক্রান্তের কাছে
তোমাকেও ধরতে পারে পাছে
সেটাই ছড়িয়ে যেতে পারে
তোমার বাড়ির আশেপাশে।
দূরত্ব বজায় রাখবে
বাকি করণীয় যা সব করবে।
নিশ্চয়ই করে মাস্ক ব্যবহার করতে হবে
ব্যবহৃত টিস্যু যথাযথ জায়গায় ফেলতে হবে।
কুড়ি সেকেন্ড অন্তর হাত ধোবে
সাবান জল অথবা স্যানিটাইজার ব্যবহার করবে।
মানুষের সংস্পর্শে যেসব আসবাব আসে
সেসব জিনিস পত্রের উপর অবশ্যই স্প্রে
করে নিতে হবে।
মাছ মাংস ডিম সবজি যা আছে
খাবার আগে ভালো করে সেদ্ধ করে নেবে।
বাড়ির থেকে বের হওয়া যাবে না
বাইরের কেউ বাড়িতে আসবে না।
এমন সময় আত্মীয়তা বন্ধুত্ব দেখানো চলবে না।
আপাতত বিদেশ ফেরত কাউকে দেশে ঢুকতে দেওয়া চলবে না।
*****************
টুলটুল দেবনাথ রায়গঞ্জ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]