চৈত্র বিদায়! – নীতা কবি মুখার্জী
চৈত্র বিদায়!
নীতা কবি মুখার্জী
14/4/2025
বিদায় চৈত্র, বিদায় তোমাকে, বিদায়! বিদায়! বিদায়!
চৈতি ফুলের সুবাস দিয়ে সবাই প্রণাম জানায়।
বিদায়-বেলার এই বিমর্ষ মুহুর্তে মন করে উচাটন,
বছর শেষের চৈত্র দিনে আবার মিলবো কখন?
কইবে তুমি মনের কথা কৃষ্ণচূড়ার সাথে,
ফাগুন দিনের ঝরাপাতার গল্প শুনবে জ্যোৎস্নারাতে।
পলাশ, শিমূলের আগুন রঙে ভরালে প্রকৃতি তুমি,
আবীরের রঙে রাঙালে এ মন, ঋতুরাজ নাকি তুমি?
অনেক দিয়েছো, অনেক নিয়েছি, আনন্দে ভরপুর,
বছর শেষের শেষ আলিঙ্গনে বিদায় বেলার সুর।
বসন্ত তুমি এনেছিলে প্রেম, পাগলা উদাস হাওয়া,
আবীর রঙের ছোঁয়ার আশায় আবার যে দিন গোনা।
পুরাতন সেই সুর নিয়ে করি নতুনের সূচনা,
তোমার হলো সারা যে এবার নবীনের ভাবনা।
পৃথিবী আবার সুন্দর হবে, নতুন সূর্য উঠবে,
সব আতঙ্ক দূরে যাবে আর আবার সকলে হাসবে।
এক চলে যায়, আর এক আসে, আনাগোনা অবিরত,
নবীন, প্রবীণ মেল-বন্ধনের ইতিহাস শাশ্বত।
ওগো বসন্ত ঋতুরাজ তুমি এনে দাও মোর প্রিয়া,
বিরহ জ্বালায় কাতর আমি, উন্মাদ এই হিয়া।
*********
আরও পড়ুন