” কে লেখক?! “
কলমে: ‘অন্তরাক্ষী’
হাতে লেখা যে-লেখাই হোক
সব-ই লেখেন লেখক;
‘অ-আ-ক-খ’ লিখেও তাইতো স্বনামে
বিদিত কাগুজে লেখক!
বাক্য গেঁথে কাব্য-মালায়
বর্ণন ক’রে যাই;
অক্ষর শিখে বর্ণ লিখেই
লেখক হ’তে চাই!
শখের-বশে লেখক হওয়া
নয় কি সহজ মোটে;
তাই কাগজেতে আঁকিবুকি করি
যদি; লেখক সুনাম জোটে!
“ছোটো খোকা বলে অ আ
শেখেনি সে কথা কওয়া”
…..এ’খান থেকেই শিক্ষার শুরু
জেনে-বুঝেই বওয়া……
ছোটো যত’ খোকা-খুকি
বলে ‘অ আ’ ” যারা;
এ’লেখাই শিখে ও প’ড়ে
লিখে বড়ো তাঁরা!
ছোট্টো এই নিদর্শনে
মাথায় কিছু এলো;
‘সহজ পাঠ’-এ শিক্ষা শিশু
যে লেখাতে পেলো!
এ’-লেখা সৃষ্ট; “বিশ্ব-কবি”-র
‘কবি-গুরু’ যিনি;
স্ব-মহিমায় আজও— বিশ্ব-জুড়েই
পূজনীয় তিনি!
‘অ আ’ মুখে বললেও যেমন— কথা কওয়া নয়!
লিখলেই লেখক কি-সে হয়?!
‘অ আ ক খ’-র সম’ পরিচয়?
এ’টাই নয় কি বিস্ময়!!!!
যার লেখায় চেতনার বিকাশ
প্রস্ফুটিত হয়;
তাঁর-ই লেখা— সাহিত্য-মাঝে
চির’ গৌরবময়!
যে-লেখা সমাজে— কষাঘাত দিয়ে
আনে; নতুন বিপ্লব গতি,
চেতনা ফেরাতে হাতিয়ার কলম
নয় শুধুই; ছেদ,চিহ্ন,যতি!
যে-সকল লেখা দেখায় দিশা
আন্দোলিত করে মন;
সঠিক পথের অন্বেষণেই সমাজ
পাল্টা ঘটায় জাগরণ!
এবারে আসি; কোন গুণে লেখক
প্রজ্ঞায় বিচার ক’রে;
যিনি, অক্ষর-মালায় প্রকাশ করেন
নিপুণ চিত্র গ’ড়ে!
লেখক হবার বিশেষ কৌশল
ব্যাখ্যায় সম্ভব কি;
স্বাগত; কারো থাকলে জানা
নির্দ্বিধায় গুরু ডাকি……
কীভাবে সম্ভব সাহিত্যিক,কবি—
লেখক হবার মন্ত্র?
অধ্যয়ন সেরা,যোগ-সাধনা কি?
যা,চেতনায় আনে স্বতন্ত্র!
অধ্যয়ন কী; কী এমন বস্তু
কীভাবে তা’ বুঝি!
বোধ আর প্রখর চৈতন্যের গুণে
যদি সু-বোধ হ’য়ে খুঁজি!
সহজেই যায়-কি বোঝা
‘অধ্যয়ন’-এর অর্থ?
তাইতো বোঝানোয় শুধুই বোঝা
অক্ষম,অসমর্থ!
সরল শব্দে, নয়তো জব্দে—
শিখতে-শিখতে লেখা;
লেখা কারো নয়— নিজের-ই জন্য
সকল-ই, লিখতে-লিখতে শেখা!
যে লেখা নিগূঢ়— হ’য়ে নিমগ্ন
মেলে আশু দূর-দৃষ্টি;
আত্মস্থ হ’য়ে বলবেই পাঠক
আহাঃ; কী অপরূপ সৃষ্টি!!
যে-লেখার আবেশে— লেখক বরেণ্য
সাহিত্যে দীপ্ত জ্যোতি;
সে-লেখা নিকষ— আঁধারেও দ্যুতি
উজ্জ্বল অরুন্ধতি…..
লেখক-রূপে নেয়না কেউ জন্ম
প্রথম পরিচয়ে;
অতিব মেধাবী যদিও এসেছে
বিরল প্রতিভা হ’য়ে!
সাহিত্যেও কলুষতা পরতে-পরতে
আজ, সকলের দেখা সব-ই;
কেমনে ‘বাংলায়’ মান-নির্ণয় হয়
তবু, ওঠেনা কোনোই রব-ই??!!
সীমিত জ্ঞানে যেটুকু বুঝেছি
লেখক কাকে বলে;
লিখতে-লিখতে শিখেই চলেছি
লেখকের চরণ-তলে!
সুক্ষ্ম সূচকের তফাতে’ মান্য
‘লেখক’ পরিগণ্য?
চিরন্তন যে-লেখা— অমর অক্ষয়
বাস্তবে-ও অনন্য!
যে-সকল লেখার উৎকৃষ্টতায়
উত্তরণের ছবি;
আসলে তা’রাই প্রকৃত ‘লেখক’
সেরা সাহিত্যিক,কবি !
________সমাপ্ত_______
বি:দ্র: যদিও “কে লেখক” এই লেখাটি এখনও বেশ কিছু জায়গায় কাটছাঁট (Surgery) করবার প্রয়োজন আবশ্যক…….
@
** মুক্ত-মনে এই মহানবমীর শুভক্ষনে; সকল কলম-বন্ধুদের সমালোচনার অংশ হোক আমার নিবেদন : “কে লেখক?!”
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]