কবিতা – দৃঢ়তা
নীরেশ দেবনাথ
মনের ভিতর শক্ত-পোক্ত
দৃঢ়তা যার থাকে
জীবন তরী বাইবে সুখে
পড়বে না বিপাকে।
বাইতে গিয়ে জীবন তরী
ঝঞ্ঝা আসুক যত
দৃঢ়তা তারে বাঁচিয়ে নেবে
বিপদ থেকে শত।
মনের ঘরে বসত করে
শত্রু হরেক রকম
সারা জীবন করতে থাকে
রকম রকম জখম।
দৃঢ়তা গুণে ঋদ্ধ হলে
দোষ আছে তার যত
মাথা চড়া দেয় না মোটে
বরং মাথা করে নত।
দৃঢ়তা মনের শক্তি আনে
সকল কার্য সফল হয়
দৃঢ়চেতা হলে তবেই তার
জীবনের লক্ষ্য হয় জয়।
রচনাকাল –
৪ জুলাই, ২০২৪
পুনে।