KABYAPOT.COMঐতিহাসিককবিতারেসিপি,সনেটসাহিত্য সংবাদস্বাস্থ্য চেতনাস্মৃতির স্মরণিকা

কবিতা: মহাপ্রলয় কলমে: শিপ্রা দেবনাথ

Spread the love

কবিতা:মহাপ্রলয়
কলমে: শিপ্রা দেবনাথ

মহা প্রলয়!!!
প্রতিদিন একটু করে ক্ষয়ে যাওয়া একটি জীবন
একদিন ডেকে আনতেও পারে এক মহা প্রলয়
প্রতিটা অত্যাচারের প্রেক্ষিতে একদিন
সে ঘটাতে পারে মহা বিনাশ
পাপীগুলোর পাপের শাস্তি বিধান নিজের হাতেই তুলে নিবে একদিন
যদি বসে দেখাই হয় ঈশ্বরের কীর্তিকলাপ!!!
কেনো দুষ্কৃতীদের হাত থেকে নিরীহ অবলা রক্ষা পায়না?
কেনো তারা ওদের রক্তাক্ত করে উল্লাসে ফেটে পড়ে?
কেনো ওরা অন্যের চোখের ঘুম কেড়ে নিয়ে
নিজেরা সুখ নিদ্রা যায়?
কেনো ওরা অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে
আনন্দভোজ উপভোগ করে?
ওদের কি প্রাণ নেই?হৃদয় মায়া দয়া কর্তব্য দায়িত্ব
এসব কিচ্ছু নেই?
যারা কাওকে সুন্দর বর্তমান ভবিষ্যত দিতে অক্ষম
কারো ভবিষ্যত স্বপ্ন আশা ভালোলাগা ভালথাকা কেমন করে ধুলিস্যাৎ করে দেয়?
কেনো পারেনা মানুষকে একটু আপন করে নিতে
একটু ভালবাসা দিতে-
একটু সম্মান দিতে-
একটু ভরসা দিতে-
এর চাইতে বেশি একটা মানুষ কিই বা চাইতে পারে।
নরকের কীট গুলো এত খারাপ করতে পারিস
একটু ভালো করতে তোদের এত কার্পণ্য?
হিংসা আর দম্ভ তোদের অন্ধ করে রেখেছে
রিপু তোদের মানবিকতা হরণ করেছে
তোরা হীন মানসিকতায় ভুগছিস
এভাবেই একদিন শেষ হয়ে যাবি
কিচ্ছু রেখে যেতে পারবিনা,,,নিয়ে যাবি শুধু অভিসম্পাtৎ ?
মহাপ্রলয়ের উত্তাল নাচন তোদের পঙ্গু করে দেবে
উন্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াবি
একটু ঘুমের জন্য কাঁদবি,,দুচোখে ঘুম নামবে না
এক মুঠো খাবারের জন্য হাহাকার করবি
জুটবে না-
মৃত্যুর জন্য কাতর প্রার্থণা করবি,কুবুল হবে না
যে মহাপ্রানকে নিষ্প্রাণ করে বন্দি করে রেখেছিস
সেই হবে তোর মৃত্যুদূত,,জারি করবে
তোর মৃত্যু পরোয়ানা
তৈরী থাকিস মহাপ্রলয়ের ভয়ংকর দৃশ্য আঁকা হবে
তোর দুচোখের সামনে
ঠকাবি আর ঠকবিনে?
প্রতারণা করবি ছাড় পেয়ে যাবি?
বিচার তো একদিন হবেই
আজ নয়তো কাল
দীর্ঘ সময় নিয়ে যতটা রক্তাক্ত করেছিস
যতটা আঘাতে আঘাতে জর্জরিত করেছিস
হাজারগুণ বেগে তোকে রক্তাক্ত করা হবে
এক লহমায়,,,সেই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে তৈরী থাক হে মানুষ নামের কলঙ্ক ।
তোকে দণ্ডিত করা হবে সময় এবার তোর দিকে এগোচ্ছে।
প্রলয় হবে,,,মহা প্রলয় ,,,সুদে আসলে ফেরত পাবি।
@sipra debnath…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *