কবিতা *মধু মাস* *কলমে: বাদল বর্মন*
*মধু মাস*
*কলঞ্চি: বাদল বর্মন*
———————————–
তোমার লাগি ইহ ভুবন ছাড়তে আমি পারি।
তবুও তুমি আমায় করো না প্রিয় আড়ি। ওগো নারী।।
তুমি আমার জীবন মরণ তুমি আমার প্রাণ।
বিজন ঘরে নিশি ভোরে তোমায় নিয়ে রচি হাজার কবিতা গান।।
আমার প্রতি তোমার এতো কেন ঈর্ষা বৈরাতি বিরাগ।
আমার অঙ্গে তোমার রঙ্গ বাজে তাল শত অনুরাগ।।
চাঁদনী রাতে জোছনা তেমন চাঁদের সাথে করে আলিঙ্গন।
তেমনি করে তোমার আমার মধু মাসে মধুর মিলন হোক না এখন।।
কৃষ্ণচূড়া জুই মালতি রজনীর সুরভী সুভাষ, ভরে ওঠে আমার মন।
সখী এমন দিনে কোথায় লুকায়ে তুমি
ডাকিছে কানন।।
দেখো চেয়ে আঁখি মেলে গহন আঁধারে দাঁড়িয়ে আমি একা।
তুমি আমার প্রাণের সখি, যুগে যুগে হোক
তোমার আমার প্রণয় দেখা।
তোমার আমার প্রণয় দেখা।।
“””'””””””””””'”””””””””””””””””””‘”