কলম-আয়ূধ
নির্মলেন্দু কুণ্ডু
হঠাৎ কলমটা থমকে গেল,
রিফিলে ভরাট কালি
অথচ…
হঠাৎ হাতটা শক্ত হল,
লিখতে তো নমনীয়তা লাগে
অথচ….
তবে কী
হাত চাইছে অন্য কিছু?
কলম ভুলে তুলে নিতে শক্ত কিছু?
নাকি কলমেই
ভরতে চাইছে বারুদ
স্টেনগানের আদলে—
হয়তো…..
Magazine of Bengali Literature
কলম-আয়ূধ
নির্মলেন্দু কুণ্ডু
হঠাৎ কলমটা থমকে গেল,
রিফিলে ভরাট কালি
অথচ…
হঠাৎ হাতটা শক্ত হল,
লিখতে তো নমনীয়তা লাগে
অথচ….
তবে কী
হাত চাইছে অন্য কিছু?
কলম ভুলে তুলে নিতে শক্ত কিছু?
নাকি কলমেই
ভরতে চাইছে বারুদ
স্টেনগানের আদলে—
হয়তো…..