আমরা ও তোমরা’ –<<হান্নান বিশ্বাস
‘আমরা ও তোমরা’
হান্নান বিশ্বাস
আমরা বাঁধি গামছা মাথায়
তোমরা পর তাজ,
তোমরা কর ধর্ম কর্ম
আমরা করি কাজ।
আমরা করি ক্ষুধার রাজ্যে
ক্ষুধার সাথে যুদ্ধ,
ধার্মিক সেজে তোমরা শুধু
নিজেকে করেছ শুদ্ধ।
আমরা মারি জীবাণু ভাইরাস
প্রাণ হানিকর কীট,
তোমরা শুধু শয়তান মেরে
করছ নাতো চিট?
আমরা মরি হানাহানিতে
তোমাদের দেওয়া সুত্রে,
তোমরা শুধু থাকবে বেঁচে
আমাদের পুত্রের পুত্রে।
আমরা গড়ি বেশ ভূষা
আর ধাতুর তরবারি,
তোমরা সেজে বীর সৈনিক
করছ খবর-দারি।
আমরা গড়ি আবাস স্থল
তোমাদের মনের মতো,
তোমাদের বাক্সে আমাদের ধন
তাইতো পারছ অতো!
আমরা পায়ে চাঁদের ধুলো
লাগিয়েছি শতবার,
তোমরা তাঁকে চুম্বন দিয়ে
করেছ যে দুর্নিবার।
আমরা জীবন ছিনিয়ে আনি
মৃত্যুর দ্বার থেকে,
তোমরা মাথা অবনত করে
ঈশ্বরে ডাক জেঁকে।
আমরা কুলি মজুর শ্রমিক
রক্ত করি জল,
তোমরা বসে দুধভাত খেয়ে
বাড়াও দেহের বল।
**************