জীবনের অনেক রাস্তা
নিত্য রঞ্জন মণ্ডল
হেঁটেছি জীবনের অনেক রাস্তা
আকাশটা ছুঁয়ে ও দেখেনি
ভুলে গেছি চলার পথ
এ পোড়ামুখী
বুঝে ও বোঝে না
এ পাড়া ও পাড়া করে শরীর বিক্রি করে
কোলের ছেলেটা পাগল করে
বুকের দুধ খায়
তবু তাঁর খিদে মেটে না
ঠিক বৃষ্টি ভরা রাতে
পদ্মা নদীর মত;
এ ভাবে জীবন সাথী খোঁজে পাওয়া যায় না
আষাঢ়ে কাঁদলে কি হবে
কলাগাছের সবুজ পাতার উপর
একঝাঁক টিয়াপাখি
তার পাশদিয়ে শিম গাছের ডগা
ঝুলে আছে সারা জীবন চিরকাল।