Spread the love

“আমি আমার মতো “
সীমা চক্রবর্তী,
“”””‘”‘””””””””””””””””””””””
যাচ্ছি উড়ে আমার মতো
হাওয়ায় ডানা মেলে
গণ্ডি ভাঙা নিয়ম মতো
ঐ তেপান্তরের পারে *
ডাকলে পরে ডাকতে পারো
কিংবা ফেললে না হয় দূরে
তাতে আমার বয়েই গেলো,
শোনো তবে কাঁচের চুরি পরে
ভাঙতে পারি টুকরো করে
আমার মতো আমিই হবো
রইবো না হয় ঠুনকো অহংকারে *
অসুখে যে সুখ আছে ভাই
সূর বাঁধি অন্ধকারে প্রলেপ মেখে
সাড়া, নাইবা দিলাম নাইবা পেলাম
গুণী মনের জ্ঞানের কথা
শুনি মনের সুখে,
অল্প-এতেই আমি খুশী
আমি আমার মতো হাসি *
না হয়—-
কাঁচের জানলা ধারে
বৃষ্টি হয়ে ঝড়বো
সাড়া, নাইবা দিলাম নাইবা পেলাম বয়েই গেলো,
ঠিক পরবে মনে
যখন বাতাস হয়ে বইবো
আমি আমার মতো চলবো *
আর চাইনা কিছুই
স্তব হলে হৃদয়. নীরব হলে শ্বাস
তোমার স্মৃতির কোণে
জমিয়ে রেখো আমার সকল
ব্যথার উপহাস.*
“”””””‘”””””””””””””””””””””””””””””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *