Spread the love
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Gilbert Syndrome- একটি বিপাকীয় ত্রূটিজনিত সমস্যা :
Gilbert Syndrome হল এমন একটি রোগজনিত সমস্যা যেখানে আমাদের রক্তে বিলিরুবিন নামক পিত্তরঞ্জকের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় এই রকম অবস্থাকে বলা হয় Hyperbilirubinaemia। কিন্তু এই বিলিরুবিন কি এবং কিভাবে তৈরি হয় আমরা অনেকেই সেটা জানিনা। চলুন তাহলে জেনে নেয়া যাক কী এই বিলিরুবিন এবং কিভাবে এটি আমাদের শরীরে উৎপন্ন হয়।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিলিরুবিন

বিলিরুবিন হল একটি পিত্তরঞ্জক এবং এটি উৎপন্ন হয় তখন বয়স্ক লোহিত রক্ত কণিকা সমুহ আমাদের যকৃতের হেপাটোসাইটে ধ্বংস প্রাপ্ত হয় তখন সেই ভাঙা লোহিত রক্ত কণিকার হিম অংশ থেকে একটি হলুদাভ রঞ্জক উৎপন্ন হয়। এই হলুদাভ রঞ্জক এর নাম হল বিলিরুবিন এবং ইহা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং এটি আমাদের মলের সাথে মিশে আমাদের শরীরের থেকে দূরীভূত হয়। বিলিরুবিন এর উপস্থিতির জন্য মলের বর্ণ হলুদ হয়ে থাকে। এই বিলিরুবিন এর মাত্রা করতে বৃদ্ধি পেলে সেই অবস্থাকে বলা হয় Hyperbilirubinaemia। জন্ডিস হয়েছে কিনা তার জানার জন্য রক্তের বিলিরুবিন এর মাত্রা পরীক্ষা করা হয়।
তাহলে আমরা জানলাম বিলিরুবিন কি এবং কিভাবে এটি তৈরি হয় আমাদের শরীরে। তাহলে এবার আমাদের জানতে হবে বিলিরুবিন এর নিষ্কাশনে যকৃত এর ভুমিকা কি। চলুন তাহলে জেনে নেয়া যাক বিলিরুবিন নিষ্কাশনে যকৃত এর ভুমিকা।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিলিরুবিন নিষ্কাশনে যকৃত এর ভুমিকা

আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ পৌষ্টিকগ্ৰন্থী যকৃত আমাদের যেমন পরিপাক ক্রিয়ায় সহায়তা করে ঠিক তেমনি ক্ষতিকর বিপাকীয় বর্জপদার্থ সমুহ কে আমাদের শরীরের থেকে দূরীভূত করে। যকৃত আমাদের জেনোবায়োটিক মেটাবোলিজম এর গুরুত্বপূর্ণ স্থান। এখানে জেনোবায়োটিক মেটাবোলিজম এর Phase 1 এবং Phase 2 বিক্রিয়া সমুহ সংঘটিত হয়। এই বিক্রিয়া সমুহ এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকর জলে অদ্রবনীয় উপাদান সমূহ জলে দ্রবনীয় উপাদানে রূপান্তরিত হয় এবং আমাদের শরীরের থেকে দূরীভূত হয়। বিলিরুবিন এর ক্ষেত্রে বিলিরুবিন আমাদের যকৃতে গ্লুকোরোনিক অ্যসিডের সাথে যুক্ত হয় এবং বিলিরুবিন গ্লুকোরোনাইড নামক একটি জলে দ্রবনীয় উপাদানে রূপান্তরিত হয় এবং মলের সঙ্গে দেহের বাইরে নিষ্কাশিত হয়। এইভাবে যকৃত আমাদের শরীরের বিলিরুবিন এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা প্রদান করে থাকে। তাহলে আমরা জানলাম যকৃত কীভাবে বিলিরুবিন এর নিষ্কাশন ঘটায় আমাদের শরীরের থেকে। এবার আমরা জানব Gilbert Syndrome কেন হয়। চলুন তাহলে জেনে নেয়া যাক Gilbert Syndromeএর কারন সমুহ।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Gilbert Syndrome-কারন সমুহ

Gilbert Syndrome বংশানুক্রমিক ভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়তে পারে মিউটেশন এর ফলে। একটি বিশেষ জিন UGT1A1এর 28 নম্বর স্থানে মিউটেশন এর ফলে Bilirubin Uridine Diphosphate Glucuronosyltransferase [Bilirubin UGT] এই উৎসেচকটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তার ফলে বিলিরুবিন আর যকৃতে গ্লুকোরোনিক অ্যসিডের সাথে যুক্ত হতে পারেনা এবং এর আমাদের শরীরের থেকে বিলিরুবিন এর নিষ্কাশন সম্ভবপর হয়না তার ফলে আমাদের রক্তে মুক্ত বিলিরুবিন বা Unconjugated Bilirubin এর মাত্রা বৃদ্ধি পায় এবং যকৃতে গ্লুকোরোনিডেশন প্রক্রিয়াটি হ্রাস প্রাপ্ত হয়। এই সময় Gilbert Syndrome সংঘটিত হয়।
তাহলে আমরা জানলাম Gilbert Syndrome কী কারণে হয়। এবার আমাদের জানতে হবে এই Gilbert Syndrome এর রোগলক্ষন গুলি কী কী। চলুন তাহলে জেনে নেয়া যাক Gilbert Syndrome এর রোগলক্ষন সমুহ।
Gilbert Syndrome এর রোগলক্ষন
Gilbert Syndrome মুলত বয়ঃসন্ধিকালে লক্ষ্য করা যায়। যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত থাকে তাহলে তার করতে প্রচুর পরিমাণে Unconjugated Bilirubin থাকে। এই অবস্থাকে বলা হয় Hyperbilirubinaemia। এই অবস্থাটি তখনই দেখা যায় যখন‌ আক্রান্ত ব্যক্তিটি প্রচন্ড শারীরিক ও মানসিক চাপের মধ্যে থাকে, Dehydrated থাকে এবং দীর্ঘ সময় ধরে উপবাসের মধ্যে থাকে। এছাড়াও বয়ঃসন্ধিকালে মেয়েদের রজচক্র চলাকালীন সময়, গর্ভাবস্থায় এই সমস্যাটি দেখা দেয়। এই সমস্যায় আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে পেট ব্যথা, দুর্বলতা পরিলক্ষিত হয়।

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নাম-শুভেন্দু চট্টোপাধ্যায়
পোস্ট:- নবনগর 
জেলা:- উত্তর ২৪ পরগনা
পিন কোড:- ৭৪৩১৩৬
জন্মসাল:- জানুয়ারি ২০০১
বয়স:- ২১ বছর
আইডি:-shubhenduchattopadhyay772@gmail.com

তথ্য সূত্র
১. https://www.mayoclinic.org/diseases-conditions/gilberts-syndrome/symptoms-causes/syc-20372811
২. http://medlineplus.gov/genetics/condition/gilbert-syndrome/
৩. http://www.ncbi.nlm.nih.gov/books/NBK470200/
৪. http://www.epainassist.com/abdominal-pain/liver/gilbert-syndrome-gs
৫. https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Bilirubin_%28CAS_635-65-4%29.svg/440px-Bilirubin_%28CAS_635-65-4%29.svg.png
৬. http://www.researchgate.net/figure/Schematic-representation-of-bilirubin-metabolism-Heme-released-from-senescent-red-blood_fig1_330031140
৭. http://www.researchgate.net/figure/Phase-II-enzymatic-reactions-in-drug-metabolism_fig2_339925844/amp
৮. http://dmd.aspetjournals.org/content/33/11/1729/tab-figures-data
৯. http://www.geneticsdigest.com/the-genetic-basis-of-gilberts-syndrome-an-overview/
১০. http://www.verywellhealth.com/gilbert-syndrome-overview-4178232

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *