Aloe Vera জেলের মতো হচ্ছি
ছাব্বির আহম্মেদ

ডুবতে ডুবতে Aloe Vera জেল হচ্ছি
তারপর তেতুল পাতায় নজন খুঁজতে ছুটি

যখন কষ্টগুলো জলপ্রপাতের ঝর্ণাতে ভাসিয়ে দিই
তখন সময়ের স্রোতে সাঁতার দেওয়া আমার দৈনন্দিন কাজ হয়ে পড়ে

পুরানো হিসেব মেলাতে বসা আমার অসম্ভব
যদিও চ্যাট হিস্টোরিগুলো আমি সেভ রাখিনি
এখনও আমি ভেবে পাইনি তোমার চুলগুলো কেনো আর বাতাসের সঙ্গে কথা বলেনা

দেহের উষ্ণতার আশায় জড়িয়ে নিলাম তোমায় আবেগ ছিল
কথা ছিল
ইচ্ছা ছিল
সেগুলো বৃষ্টির ফোঁটার টুনটান শব্দের গা বেয়ে  নেমে আসছে

তীব্র ঝলকানি রাতের সঙ্গে চাঁদের একাত্ম গভীরতায় কে যেন বাধা দেয়
সকাল হলেই রোজকার দিনের মতো পথ চলা

তুষের আগুন গুছিয়ে রাখি মনের ঘরে কাচের তাকে
মরুভূমির বালুতে কবিতার শব্দ হওয়ায় ভাসে
সাহিত্যের জালে ধরতে গেলে কবিতায় থাকার প্রতিশ্রুতি
দিয়ে চলে যাচ্ছে

নিলয়ের কুঠুরিতে যত রহস্য ভর করেছে তা এবার উড়ে যেতে চাইছে কোন সুদুরে

Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *