KABYAPOT.COMকবিতালিমেরিক

_লিমেরিক_ #_কলমে_গৌতম_দাশগুপ্ত_

Spread the love

 

_লিমেরিক_

#_কলমে_গৌতম_দাশগুপ্ত_

 

(১) শিরোনাম : সবুরে মেওয়া ফলে

_____________________________

 

অভাবী লোকের অভাব থাকে না চিরকাল,

একসময় আসবেই আসবে ভালো দিনকাল,

ধৈর্য্য একটু রাখতে হয়

অস্থিরতা একদম নয়

অন্যথায় হাল হবে আরও বেহাল!!

 

********

 

(২) শিরোনাম : প্রত্যুত্তর

____________________

 

সবাই কখনো ভালোবাসার যোগ্য নয়,

একথা হামেশাই আমাদের মনে হয়।

যাদের আচরণ যেমন,

ব্যবহার করো তেমন,

এটা দরকারী ভাবো, বেয়াদপি নয়!!

 

*******

 

(৩) শিরোনাম > জন্মদোষ

______________________

 

নিজের দোষ লুকিয়ে দিব্যি থাকে বিন্দাস,

এটা কিন্তু তাদের জন্মগত এক অভ্যাস।

অপরের বদনাম করে,

শুধু মানুষের দোষ ধরে,

তাই বলে কি তাদেরকে দিতে হবে বাঁশ!

 

********

 

(৪) শিরোনাম : অপেক্ষা

_______________________

 

অকারণে ফেলো না চোখের জল,

এভাবে কাউকে বেঁধে রাখার নেই চল।

সত্যি যদি হয় ভালোবাসা,

নয় তবে কোনো মিছে আশা,

প্রেমের জোয়ারে একদা আসবেই ঢল।

 

**********

 

(৫) শিরোনাম : তেল মহিমা

_________________________

 

যতো পারো লাগাও ভাই তেল,

মসৃণ চলতে থাকবে তোমার খেল্।

থাকে যদি সত্যের লেশ

তুমি তবে হবেই শেষ

কাকের কী আসে যায় পাকলে বেল!

 

*********

 

লিমেরিক ভাল লাগলে অবশ্যই মন্তব্য করে লেখককে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *