Spread the love

 

হাওয়া যে ঘুরে গেলো ভাই
যা বলার তা হাওয়া-অফিস বলবে 
এখনো ভোর হয়নি,ক্ষণে ক্ষণে শুনছি :
মৃত্যুর কোলে মানুষেরা জাগবে। 
মেঘ করেছে, উল্টোপাল্টা হাওয়া —
পশ্চিম ডাকছে, বৃষ্টি নামবে চতুর্দিকেই 
অনিয়মে বদল হচ্ছে গতি 
মেঘ জমেছে তাই শুধুই নিশি পালন 
মেঘ বালিকা কই ? 
” মৃত্যুর শেষে ভোর হয়  ” বলেছিলো 
                                         কানে কানে 
তাই এই রাত্রি জাগরণ, রাতের  যাপন। 
এইমাত্র রেডিও সেন্টার খুললো 
যা বলার তা হাওয়া-অফিস বলবে। 
            _________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *