Spread the love

হক কথা
নির্মলেন্দু কুণ্ডু

কাটিয়ে দিলে লজ্জা-শরম মজা হত বেশ,
পেতাম হাতের মুঠোয় তখন সব পেয়েছির দেশ৷
পেতাম যে ভাই হরেক খুশি নানান রঙে মোড়া,
আনন্দেরই আবীর লেগে থাকতো আগাগোড়া৷
লজ্জা করেই ভুল করেছি,সরে না আর কথা,
অপমানে মুখ বুজে রই,লাগে মনে ব্যাথা৷
কাছের মানুষ ভুল বোঝে যে আমার লাজের ঠেলায়,
পারলে বুঝি তন্ত্র-তাবিজ,তামাম ওষুধ গেলায়!
তাইতো এখন সার বুঝেছি-মুখ খুলতে হবে,
লজ্জা-ভয় আর ঘেন্না নিয়ে যায় না টেকা ভবে৷
বললে কেউ একটা কথা,বলতে হবে শত,
অভিমানে নীরব থাকা—সেদিন এখন গত!
চটজলদি ফলের যুগে অপেক্ষাটা সার,
পারলে পারো এইবেলাতে,নইলে যে ছারখার৷
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
কবি পরিচিতি :
*নির্মলেন্দু কুণ্ডু ৷ বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ ৷ পেশায় শিক্ষক হলেও লেখালেখির শুরু সেই ছোট থেকেই ৷ ছোটবেলায় সূর্যসেনা পত্রিকায় লেখা প্রকাশ দিয়ে শুরু, তারপর পরবর্তী জীবনে এ রাজ্য ও ভিন রাজ্যের কিছু পত্রপত্রিকায় লেখা ছাপা হয় ৷ একটি কিশোর উপযোগী গল্প ছাপা হয়েছে আনন্দমেলা পত্রিকাতেও ৷ গল্পের পাশাপাশি কবিতা, প্রবন্ধ ইত্যাদি চর্চার সাথেও যুক্ত ৷ বর্তমানে আমাদের পদক্ষেপ পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ৷ শুরু হয়েছে আমাদের পদক্ষেপ প্রকাশনীর কাজও ৷ ইতিমধ্যে ‘এক টুকরো আয়না’, ‘অণুগল্প ১০০’ নামক দুটি সংকলনগ্রন্থে গল্প ও ‘কবিতা স্টেশন’ গ্রন্থে কবিতা প্রকাশিত হওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একক কবিতার বই ‘রোমন্থন’ ও একক গল্পের বই (পিডিএফ আকারে) ‘১৬ আনা’ ************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *