Spread the love

কবিতা : দেশ-দেশান্তরে
*রূপালী সিনহা মণ্ডল *
*********************
কত গিরি পর্বত,নদী-নির্ঝর;
ডাকিছে আমারে মরুদুস্তর
সমুদ্র মেখলা, কিবা তার জানি?
চরৈবেতি ব’লে আত্মার মর্মবাণী।
রুধিব আজিকে হৃদয়ের ক্ষুধা —
হৃদয় দুয়ার খুলিায় আজিকে
বৃহতের মাঝে খুঁজিব আপনাকে
অধীর আগ্রহে ভরিব স্বপন সুধা
ছিঁড়িব গৃহের সকল আবেষ্টনী
শুনিতেছি সুদূরে অনন্ত আহ্বানবাণী—;
চক্ষু-কৰ্ণ ডানায় ঢাকিয়া
ছুটির দিগন্তে এ ঘর ছাড়িয়া!
গতির নেশার শোণিত দোলায়
হারাইয়া খুঁজিব প্রাণের মেলায়,
নৈষ্কর্মের পাষাণ-প্রাচী হোক্ ধুলিসাৎ
জয়লাভের তরবারি ঝলসে উঠুক অকস্মাৎ
সৌভাগ্য লক্ষ্মীর প্রতিনিয়ত ইশারায়
সুপ্তিময় চেতনার দ্বার খুলিবে হায়!
দূর অজানায় দেশ-দেশান্তরের অভিজ্ঞতার পরীক্ষা
বিজয়মাল্য লয়ে আত্মশক্তিতে করিছে প্রতীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *