Spread the love

কবি পরিচিতি : 

চৈতালী রায় । বরানগরে জন্ম । কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। প্রাকবিবাহে একটি মাধ্যমিক স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষকতা করা । বনহুগলী অর্থোপেডিক হাসপাতালে যুক্ত থেকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য স্বেচ্ছাশ্রম দান । ২০১৯ সালে কলকাতা বইমেলায় বার্তা প্রকাশন থেকে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ” হৃদয়পুরের ছবি ” । বইটির জন্য তারা নিউজের থেকে সেরা লেখনীর সম্মান প্রাপ্তি । ২০২০ সালে কলকাতা বইমেলায় কচিপাতা প্রকাশন থেকে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ  ” ছেঁড়া তার ” । বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ।

কবিতা : গণেশ ঠাকুর

কলমে : চৈতালী রায়

………………………… 

গণেশ ঠাকুর ,গণেশ ঠাকুর – তোমার বাহন কই?

মা যে আমায় আটকে রাখে – করোনা হওয়ার ভয় ।

তোমার ইঁদুর কুটুস করে দরজা কেটে দিলে

কয়েক লাফে পৌঁছে যাবো লাইব্রেরীর ঐ মাঠে।

তিতুন , বাবুল তাকিয়ে থাকে আমার কথা ভেবে

খেলার নামে মেঘ যে দেখি আকাশ পানে চেয়ে ।

ওদের বাবা রিকশা চালায় পেছনে লোক বসে

করোনা কি ওদের ঘরে ঢুকতে ভয় করে !!

হারু বলে , তোদের ঘরে খানিক বাতাস ঢোকে

আমরা থাকি বালির মতন বাতাসের সাগরে ।

আমরা থাকি নরম , গরম সকল রকম তাপে

বৃষ্টি হলেও খানিক ভিজি তুলসী তলায় গিয়ে ।

গণেশ ঠাকুর , গণেশ ঠাকুর – তোমায় নাড়ু দেবো

তোমার বাহন ইঁদুরটাকে আমায় দিয়ে যেও ।

মন খারাপে ছুটবো মাঠে , বুক ভরে শ্বাস নেবো

আমি , হারু , বাবুল , তিতুন হাতেতে হাত নেবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *