কবি: সুজিত চট্টোপাধ্যায়
*** কেউ একজন ***
*** সুজিত চট্টোপাধ্যায় ***
*** কেউ একজন ***
*** সুজিত চট্টোপাধ্যায় ***
কেউ একজন
অন্তত পাশে থাকুক ,
কেউ একজন অন্তত
জিজ্ঞাসা করুক
তুমি ভালো আছো তো।
অন্তত পাশে থাকুক ,
কেউ একজন অন্তত
জিজ্ঞাসা করুক
তুমি ভালো আছো তো।
কেউ একজন অন্তত
ঝড়ে , বাতি নিভে যাওয়া অন্ধকারে
হাত বাড়িয়ে বলুক
ভয় কি , এইতো আমি ।
ঝড়ে , বাতি নিভে যাওয়া অন্ধকারে
হাত বাড়িয়ে বলুক
ভয় কি , এইতো আমি ।
ওই দ্যাখো ঘাটে খেয়া
আমি ওপারে যাবো ,
কেউ একজন অন্তত
একবিন্দু অশ্রু দিও
আমার শেষ অঞ্জলি নিও।
আমি ওপারে যাবো ,
কেউ একজন অন্তত
একবিন্দু অশ্রু দিও
আমার শেষ অঞ্জলি নিও।
———————————-
৯৩ বি , সীতারাম ঘোষ ষ্ট্রীট। কোলকাতা ৭০০০০৯
sujitchatterjee1960@gmail.com
৯৩ বি , সীতারাম ঘোষ ষ্ট্রীট। কোলকাতা ৭০০০০৯
sujitchatterjee1960@gmail.com