Spread the love

সন্ন্যাস

✍️ব্রজকিশোর রজক✍️
কার কথা কে কেমনে কিরূপে শোনে
প্রহর পেরিয়ে রাত শেষ হয় প্রানে।
অভিসারে আজ অভিযোগ যত ফেলে
বিরহ ডিঙিয়ে প্রেম আজ তোর কোলে।

বুকে রোগ বেঁধে স্বপ্নচারিনী তুই
আকাশ ছুঁয়েছে আজও আমার ভুঁই।
বারে বারে তবু চেয়েছি প্রসার তোর
চেয়েছি রাত্রি শেষ হয়ে হোক ভোর।

আলোরা শুনেছি দ্রুততম কালে দেশে
এর চেয়ে মিছে হয় না জেনেছি শেষে।
আঁধারে ডুবছি ক্রমশ জীবন পথে
কেউ নেই জানি এমন সময়ে সাথে।

পুরুষত্ব ধুয়ে দিতে পারে  কাঁদা
হাসিটুকু তাই ওষ্ঠে আমার বাঁধা
যদিও গোপনে শুকনো কান্না আসে
অনেকটা ব্যথা জমিয়েছি বামপাশে।

এখনও তৃপ্ত পার্থিব সুখে ভিজে
আলগা করেছি আমার বাঁধন নিজে
এবার উড়ব আকাশের বুক চিরে
শেষ করে দিয়ে স্বপ্নগুলোকে ভোরে।

এবারে কাঁদবো সবার সামনে এসে
বরন করব নির্বাসনকে হেঁসে-
ছুড়ে দেব যত গোপনীয় সুখবাস
পূর্ণ করবো সবার মাঝে আমারই সন্ন্যাস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *