শেষ স্মৃতিটুকু
✍️_আর. এম. কারিমুল্লাহ
সব থেকে অসহায় কখন মনে হয় জানো!
যখন খুউব কথা বলতে ইচ্ছে করে-
কিন্তু পারছি না….
আমার ফোন লিস্টে তোমার নম্বরটা-
এখনো অতিযত্নে রাখা আছে,
গ্যালারিতে আছে তোমার স্মৃতিচিহ্ন টুকু
কিন্তু ব্যবহার করতে পারছি না,
ভাবছি ডিলেট করে দিবো
হয়তো ফোন থেকে ডিলেট করে দিবো-
কিন্তু মন থেকে!
সত্যিই কি পারবো?
না, আদৌ পারবো না…
তোমাকে গেঁথেছিলাম হৃদয় দিয়ে
যে ভাবে গাঁথে ফুল!
আর যাকে মন থেকে গেঁথে নেওয়া যায়
তাকে কি কখনো ভুলে থাকা যায়!
মনে আছে!
এক পরিমাণ ভালোবাসা পাওয়ার জন্যে
তোমাকে কতই না বিরক্ত করেছিলাম
বিশ্বাস করো-
আমি বুঝতেই পারিনি তুমি এতটা দামী ।
যদি বুঝতাম তাহলে এতটা বিরক্ত করতাম না।
আমি অপেক্ষায়-
সারাজীবন অপেক্ষা করবো
কারণ,
আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম
আর একজনকে ভালোবাসার পর
অন্য জনকে কি ভালোবাসা যায়!
এইযে এতটা রাগ,জিদ,ইগো,অভিমান দূরে সরে যাওয়া
সব কিছুই শেষ হয়ে যাবে
কবে জানো!
যেদিন গভীর চিন্তায় ঘুমিয়ে পড়বে
তোমার চারপাশে দেখবে হাজার হাজার মানুষ,
সবাই তোমার নামে ভালো ভালো গল্প বলবে
আর যারা তোমায় অপমান করেছিল-
তারাও সেদিন চোখের জল ফেলবে।
যে তোমায় অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিল
সেও তোমার মাথার কাছে ঘেঁষে
ডুকরে ডুকরে কাঁদবে,
ভাষা হারিয়ে ফেলবে-
তোমায় বলতে পারবে না “শেষ বারে ক্ষমা করো”
আসলে সেটা এমনি একটা জিনিস
যেটা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় ।
শুধু অবশিষ্ট হিসেবে থেকে যায়,
কিছু না ভোলানো স্মৃতি আর চোখের জল।
===========================
কবি পরিচিতি:-
বংশ পরিচয়:-
আধুনিক যুগের বিশিষ্ট কবি,সাহিত্যিক,গীতিকার, সুরকার, নাট্যকার -আর. এম. কারিমুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্তর্গত হরিশচন্দ্র পুর (ii)নং ব্লকের আলমগঞ্জ গ্রামে এক মুসলিম পরিবারে, মোঃ ইউনুস বংশে জন্ম গ্রহণ করেন,পিতা- আবু তালাহা এবং মাতা নারিজা বিবির চতুর্থ সন্তান তিনি।
শিক্ষা লাভ ও কর্ম জীবন:- কবির পঠন পাঠন অজপাড়াগাঁয়েই শুরু হয়, আলমগঞ্জ আল-হিলাল একাডেমি নামে একটি কেজি স্কুলে। দীর্ঘ চার বছর সেখানেই পড়াশুনা করেন, এরপর এইচ. আর. ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়, এবং সেখানেই মাধ্যমিক পাস করে। তারপর সামসি কলেজে যোগদান করেন।
তিনি ছোট্ট বেলা থেকেই মেধাবী ছাত্র হিসাবে গণ্য ছিলেন, তিনার এক শিক্ষক তিনার সম্পর্কে ধারণা দিয়েছেন” কারিমুল্লাহ এর মত দেশে এক টি ছেলে থাকলে দেশে অশান্তি আসতো না, দেশ টা অবনতির বদলে উন্নতি হত, কারিমুল্লাহ আমাদের দেশ কে ভবিষ্যতে সু- প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ, সে আমাদের গর্ব,আমাদের গৌরব ”
শুধু তাই নয় – সেই শিক্ষকের ভবিষ্যৎবানী আজ বাস্তবে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ ।।
সাহিত্য চর্চা: – কবিরা দেশ ও দেশের মানুষ কে দিশেহারার পথে যেতে দেই না, কবি আর. এম. কারিমুল্লাহ ও ব্যাতিক্রম নন, তিনি বিশিষ্ট কবিদের তালিকায় আজ, সপ্তম শ্রেণিতে থাকাকালীন তার কলমের যাত্রা শুরু হয়, স্বপ্ন পূরণ হয়-নবম শ্রেণীতে । যার মধ্যে রয়েছে- ইসলামিক,
কাল্পনিক,সামাজিক,রাজনৈতিক, প্রেমিক,দেশ প্রেমিক, , ইসলামিক গান, বিদ্রোহী গান, উপন্যাস, নাটক,ছড়া,ছড়া-কবিতা, গল্প,সৃতিচারণ,ভ্রমণ কাহিনী, উক্তি, সমস্ত লেখার সঙ্গে জড়িত।
তিনার প্রথম উপন্যাস- জয় ও পরাজয়(৯৫০পৃষ্ঠা)
প্রথম গল্প- পরাজয় ( দৈনিক বুশরা ম্যাগাজিন),প্রথম বিদ্রোহী গান- যুদ্ধ নয় শান্তি চাই, প্রথম কবিতা- পরিচয় ( চন্দ্রকথা পত্রিকা) , প্রথম কাব্য গ্রন্থ – প্রিয়জন দের স্মৃতিকথা, এছাড়াও তিনার উল্লেখ্যযোগ্য গল্প- বিসর্জন, জলের দামে মাংস বিক্রি, কাজের মেয়ের ভাগ্য,দুই বোনের দুই ইচ্ছা, ইত্যাদি, কবিতা- আল্লাহর পরিচয়,নবীর পরিচয়, বিজয় হবেই, নেতা, বিচারক, শান্তি চাই,উপহার, বাংলার ছয়টি ঋতু , ধর্ষক, বাবরি মসজিদ, বন্দ কর ওয়াকফ,তোরা ধ্বংসের পথে,হাত রেখেছি বাড়িয়ে, আল্লাহর সৃষ্টিই সেরা, এক বিশাল দেশ,পাপীর মোনাজাত, মায়ের আদেশ মানব, আমি গুনাহগার, দেশ টি আর দেশ নেই , রোজার বার্তা, জাগো মুসলমান, তোমাকে পাওয়ার জন্য, গাঁজা বাসির কান্না প্রভৃতি ।
সত্য কে প্রকাশ করার উদেশ্যে তিনি বর্তমানে সম্পাদনা করছেন বিশিষ্ট চারটি পত্রিকা-” (১) দৈনিক সত্যের প্রকাশ পত্রিকা, (২) পশ্চিম বাংলা সাহিত্য পতকা [ পশ্চিমবঙ্গ কে কেন্দ্র করে] (৩) রং তামাশা সাহিত্য পত্রিকা (৪) “chauranga” ইংলিশ ম্যাগাজিন (৫) ধাবিত সাহিত্য পত্রিকা (৬) শব্দের শহর সাহিত্য পত্রিকা (৭) মিলন মেলা সাহিত্য পত্রিকা….
তিনি বন্ধু প্রেমিক, বন্ধুর জন্যে পাগল ,তাই সাহিত্য প্রেমী গণ তাকে “বন্ধু প্রেমিক কবি” উপাধি তে ভূষিত করেন।
তিনি বিভিন্ন পুরুস্কারে সন্মানীত হয়েছেন। এই বন্ধু প্রেমিক কবি- প্রেত্যেক পাঠকের হৃদয়ে চিরস্মরণীয় ।।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]