শিরোনাম–ঋষি বঙ্কিমচন্দ্র স্মরণে
নীতা কবি মুখার্জী
মহান মনীষী, মহান ঋষি বঙ্কিমচন্দ্র তুমি,
জন্ম নিলে এই বাংলায়, ধন্য বঙ্গভূমি।
পিতা মহাশয় যাদবচন্দ্র আর দুর্গাদেবী মাতা,
পিতা-মাতাকূল ধন্য করলে, কত যে গল্পকথা।
কাঁঠালপাড়ার মাটি আজকে সর্বজন সুবিদিত,
আকাশ বাতাস মুখরিত আজ, চারিদিক সুরভিত।
সাহিত্য আকাশের ধ্রুবতারা আর সাহিত্য সম্রাট তুমি,
তোমার কথাই সদাসর্বদা স্মরণ করি আমি।
মাতৃবন্দনার মূলমন্ত্র আমাদের করলে দান,
বন্দে মাতরম্ মন্ত্রে জাগলো ভারতের সন্তান।
ইংরাজ ভূত ভয় পেয়েছিলো তোমার কবিতা গানে,
গীতার ব্যাখ্যা দিয়েছিলে তুমি মহা-ঋষিসম জ্ঞানে।
সাহিত্য,সমাজ, রাজনীতি আর আইনকানুন জ্ঞানে,
পূজনীয় তুমি, স্মরনীয় তুমি বিশ্বভুবন জানে।
সংস্কৃতের মহা পণ্ডিত, তোমার লেখনী মহান,
আনন্দমঠ, দূর্গেশনন্দিনী আরও কত দিলে দান।
ভারত মায়ের গর্বের সন্তান এসো ফিরে বাংলায়,
অঞ্জলি দিই, শ্রদ্ধার মালাটি পরাই তোমারই গলায়।