মা আমার মা কলমে–নীতা কবি মুখার্জী
আন্তর্জাতিক মাতৃ দিবসে দুনিয়ার সকল মায়ের চরণে শত শত প্রণাম।
এই জগতে মায়ের তুলনা শুধু “মা”।
মায়ের চরণে প্রণাম করে যেথা খুশী সেথা যা।
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে…..
শিরোনাম –মা আমার মা
কলমে–নীতা কবি মুখার্জী
শিশুর মুখে বোল ফুটলে, প্রথম ডাকে মাকে,
মায়ের মুখের হাসি দেখে সে যে হাসতে শেখে।
এই দুনিয়ায় মায়ের তুল্য নাই যে কোনো ধন,
মায়ের কোলটি শিশুর কাছে বাল্যের উপবন।
সংসারে সব মানুষ তোমায় নিজের স্বার্থে ভালোবাসে,
নিঃস্বার্থ, নির্ভেজাল ভালোবেসে মা-ই মিষ্টি হাসে।
মা-ই সবার প্রথম গুরু, তাঁর চরণে প্রণাম,
মা-কে ভালোবেসেই আমরা দেবো দুধের দাম।
বিশ্বজননী মা-সারদা, তিনিও জগন্মাতা,
জগতের কল্যাণ হেতু তাঁর এই সংসার পাতা।
জগতের যত মহান মাতা প্রভাবতী, ভগবতী,
প্রাতঃস্মরণীয়া, তাঁদের চরণে জানাই শত-প্রণতি।
বিশ্বমাতা মাদার-টেরেসার সেবাই আর্ত- দুখী,
মাতৃরূপিনীর স্নেহের পরশে সন্তান সব সুখী।
মানুষ প্রকৃত ‘মানুষ’ হয় মায়ের শাসন গুনে,
সন্তান নিশ্চিন্তে ঘুমোই মায়ের ঘুমপাড়ানি গানে।
যশোদা-মায়ের মাতৃস্নেহের তুলনা কোথাও নাই,
বাৎসল্য-প্রেমে ভরে দিয়েছেন কৃষ্ণ-সুদামায়।
আধুনিক সমাজে মায়ের ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে,
মাতৃ-ঋণ কি শোধ করা যায়? রাখা যায় অন্যধামে?