মাতৃভাষা স্মরণে
শান্তনু ঘোষ
১
আমার ভাষা মাতৃভাষা
মায়ের ভাষাও মাতৃ,
আবেগ ঘিরে গাঁথিমালা,
বাংলা মায়ের কোল জুড়ে আলো।
বাংলা ভাষার মানুষ আমি
রক্তকে কুর্নিশ,
আলোহীন চোখের তলদেশ
ভাষাকে আঁকড়ে বাঁচে চিরদিন।
২
বাংলা ভাষার মানুষ আমি
রক্তকে কুর্নিশ,
আলোহীন চোখের তলদেশ
ভাষাকে আঁকড়ে বাঁচে চিরদিন।