মাতৃভাষা স্মরণে
শান্তনু ঘোষ
১
আমার ভাষা মাতৃভাষা
মায়ের ভাষাও মাতৃ,
আবেগ ঘিরে গাঁথিমালা,
বাংলা মায়ের কোল জুড়ে আলো।
বাংলা ভাষার মানুষ আমি
রক্তকে কুর্নিশ,
আলোহীন চোখের তলদেশ
ভাষাকে আঁকড়ে বাঁচে চিরদিন।
২
বাংলা ভাষার মানুষ আমি
রক্তকে কুর্নিশ,
আলোহীন চোখের তলদেশ
ভাষাকে আঁকড়ে বাঁচে চিরদিন।
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]