কবিতা – মনের হর্ষ
কলমে -দীনবন্ধু দাস
ঝম ঝম বৃষ্টি পরে আয় ভাই গোকুল নিতাই,
হাল কাঁধে নিয়ে চল শূন্য ক্ষেতে আনন্দে সবাই।
শরীরের শক্তি দিয়ে বীজ রোপণ করবো মোরা,
আর দেরি করিস না আয় ভাই তাড়াতাড়ি তোরা।
সোনার ফসল ভরে উঠবে মোদের এই ক্ষেতে,
সবিতার ওই রোদে খুশির রঙে উঠবে মেতে।
অঘ্রান মাসে আবাস আলো করে যাবে ভরে গোলা,
ঘুড়ির লাটাই হাতে ছুটবে মাঠে পীবর ভোলা।
দুপুর বেলায় বসে গোল হয়ে বাড়ির উঠানে,
কলা পাতার উপর খাবো সবাই ওই নবান্নে।
গাঁদা ফুলের উপর প্রজাপতিরা করবে খেলা,
আর পাখির কুজনে কেটে যাবে সুখে সারা বেলা।
সন্ধ্যা বেলায় শঙ্খের ধ্বনিতে উঠবে ভরে গঞ্জ,
শুনে শান্তি পাবে ঘরে একা বসে থাকা মধু খঞ্জ।
আয় ভাই আয় হাতে হাত ধরে করি শুধু কাজ,
মোরা কৃষক বলবো হাসি মুখে নাই কোনো লাজ।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]