ভারত মাতা
কলমে – শিবেশ মুখোপাধ্যায়
**************
আমি সেই ভারতবর্ষে জন্ম নিতে চাই, যেখানে আমার প্র- পিতামহের চরণধূলি আজও বাতাসে মিশে আছে।
যেখানে কান পাতলে আজও শোনা যায় আজানের পাশে হরি ধ্বনি। মিশে একাকার আউল বাউল, বুদ্ধ নানক।
যে ধরাধামে প্রভাহিত উচ্ছ্বল যমুনা – গঙ্গা। সবুজ ফসলে সূর্যের ছটা।
যেখানে সদাই জাগ্রত বিবেক।
যেখানে আসমুদ্র হিমাচল বাসির পরিচয় শুধু ভারতবাসী।
আমাদের ধর্ম, ভাষা আলাদা হলেও আমরা একে অন্যের পরিপূরক, কুশল সাধক। আমরা মন-মননে একাকার। আমরা সমব্যথী, সহযোগী।
আমরা হাতে হাত রেখে এগিয়ে চলার পথ খুঁজি।
মানবতার পূজারী রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। চেতনায় বিরাজমান নজরুল সাম্যের গান গাই। ভাব আর ভবনায় মিল খুঁজে পাই। এখানে চাঁদের হাটে, মানবতার পসরা সাজিয়ে ভালোবাসার ক্রেতা- বিক্রেতার আনাগোনা।
আমি সেই ভারতবর্ষে জন্ম নিতে চাই, বার-বার। এখানের অপূর্ব ভাস্কর্য পর্যটকদের বিস্ময়।
বিদেশিরাও এখানে সমাদৃত।
ভালোবাসার টানে সকল দেশের মানুষ এখানে নোঙর করে তাদের বানিজ্য তরী।
এ দেশের জলবায়ু, ফল ফুল, পাহাড় নদীতে নাড়ির সম্পর্ক।
মাতৃসমা ভারতবর্ষ সকল মানুষের আশ্রয়স্থল। সকল দেশের সেরা ভারতবর্ষে, ভারত জননী সদা বিরাজমান। ধন্য আমি এ দেশে জন্মে। এ দেশ আমার মা।