ভাবছি
দীপা কুমার
মাটি তে হাঁটতে -হাঁটতে
পা দুটো গেল একটু ওপরে ;
ভাবছি আমি কোথায় চলেছি
এই ভর -দুপুরে?
বাপু রাম সাপুড়ে – কে যেন ডাকলো পিছন থেকে ডাবুরে—
রৌদ্দূর হাওয়ায় মিশে মিঠে হয়ে ভাসতে লাগলো আকাশে ।
মেঘ নদীর ধারে একা -একা হাটতে লাগলো ;
দিগন্ত রেখার শেষ আলোটা
গোধূলির সাথে মিশে গেল ।।
****************
দীপা কুমার বাচিকশিল্পী, কণ্ঠে মধুর সুর,
বর্ধমান ধাম তার নিবাস, সৃজনে ভরপুর।
কবিতা, গান, গল্পে মেলে রঙিন কল্পলোক,
শ্রুতি নাটকে ফুটে ওঠে তার শিল্পের সুখ-দুঃখ।
শব্দের বুননে আঁকেন তিনি অনুভবের ছবি,
শ্রোতারা মুগ্ধ হয় তার কণ্ঠের রূপকথা রবি।
লেখার টেবিলে জ্বলে ওঠে সৃজনের দীপ,
প্রতিটি শব্দে ঝরে তার প্রাণের অনুপ্রেরণার নীপ।
আগামীদিনে লেখিকার পথ আরও হবে দীপ্ত,
দীপা কুমারের স্বপ্নগুলো সত্যি হোক অনন্তরূপে সৃষ্ট।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]