নীরব স্মৃতি, সূর্যের সমারোহ, ২টি কবিতা। মোহর ভট্টাচার্য্য (পশ্চিমবঙ্গ, ভারত)
————————————
নীরব স্মৃতি
মোহর ভট্টাচার্য্য
সারা শরীরে নীরব স্মৃতি,
স্মৃতির বুকে অন্ধকার।
সামুদ্রিকতার বুকে অসময়ের শব্দ শোনা যায়,
জোড়া ধরে এগিয়ে আসে জীবন।
সহনীয় আলোয় জীবন ধুতে দেখেছি গোধূলিতে,
দৃষ্টিকোণে ঝাপসা আলো পড়তে থাকে।
প্রতিঘাত প্রতিধ্বনি তোলে,
স্মৃতির শহরে আমি কল্পনা ছড়াই।
পরিষ্কার আলোয় নিজেকে দেখো তুমি,
উপন্যাসের ভূমিকা মনে নেই।
দগ্ধতা বয়ে বেড়ায় নিভৃতে।
———————-
সূর্যের সমারোহ
মোহর ভট্টাচার্য্য
জীবনের একপিঠে অন্ধকার, আর একপিঠে সূর্যের সমারোহ।
সমবেত আগুন দেখি তোমার দুচোখে,
অনুভূতির জন্ম হয়নি আজও।
মেঘের বুকে কুয়াশারা খেলা করে,
ভেজা সন্ধ্যায় পা ফেলে চলে যাই অজানা পথে।
আলোর অন্তিম শ্বাস পড়বে সেদিন অন্ধকারের বুকে,
মিলিয়ে যাবো কোথাও যেখানে অস্তিত্ব একটা শব্দমাত্র।
উত্তপ্ত দৃষ্টি খুঁজে বেড়ায় আলোর রোশনাই।
———————–
———————-
বি-দ্র ঃ মোহর ভট্টাচার্য্য Mohor Bhattacharyya, poetess. ) , অনার্স, এম,এ, (ইতিহাস) , কর্ম- কবি, লেখাকে অনেক ঘনীভূত করতে পারেন, তীক্ষ্ম বাক্যের আবহাওয়া দিয়ে। বাসস্থান, গাজোল, মালদা, ভারত।