*নিস্তব্ধ রাতের শেষে”*
ওমর ফারুক মোল্লা
এখন গভীর রাত, নিঝুম চারিধার,
পূর্ণিমার আলোয় ভেসে যায় সংসার।
রুপালি জোছনায় স্নান করে ধরণী,
স্বপ্ন যেন নামে আকাশের তরুণী।
নিস্তব্ধ চারিদিক, ঘুমে ঢাকা গ্রাম,
ঝিঝি পোকা ডাকে—ভাঙে নীরব গান।
মুহূর্তে মনে হয়, এ যে স্বপ্নলোক,
চাঁদের মায়াবী ছোঁয়া ছড়ায় সর্বত্রক।
জোনাকিরা জ্বালে আলো মিটমিট করে,
পেঁচাগুলো উড়ে বেড়ায় ডালে ডালে ।
দিনের বেলা যাদের নেই কোনো চিহ্ন,
রাতের নিস্তব্ধতায় তারাই রঙিন।
হঠাৎ কোকিলের ডাক ভাঙে নীরবতা,
পাখির কলতানে জাগে নতুন ব্যাকুলতা।
পূর্ব আকাশে আলোর রেখা ধীরে ধীরে ওঠে,
অন্ধকার মুছে যায়, আলোয় ভরে ভুবনে।
**********************
লেখকের নাম ওমর ফারুক মোল্লা। পিতা চাঁদ আলি মোল্লা মোল্লা আমার জন্ম ৮ আগস্ট ১৯৯৯ সালে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, বিশেষ করে ইতিহাস বিষয়ে।
তিনি ইতিহাসে অনার্স শেষ করার পর বি.এড. এবং এম.এ. (ইতিহাস) সম্পন্ন করেন। তাঁর ইচ্ছা একজন ভালো শিক্ষক হওয়া এবং ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়া।
তিনি বিশ্বাস করেন পরিশ্রম, সততা আর ধৈর্য থাকলে জীবনে সবকিছু সম্ভব
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]