Spread the love

কবি পরিচিতি:- 

শ্রীতমা ভট্টাচার্য্যের জন্ম ৪ঠা জুলাই ১৯৯৭ সাল উত্তর চব্বিশ পরগনা জেলার আতপুরে। কল্যাণী মহাবিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণের পর বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। পাশাপাশি সাহিত্য চর্চা ও লেখালেখির সাথে যুক্ত।

কলমে- শ্রীতমা ভট্টাচার্য্য

কবিতা *নিখুঁত*

আমরা চলতি হাওয়ার পথিক

সবারই ভিন্ন ভাবগতিক।

আমাদের পথের হদিশ নেই

তবু দৌড় চলবে সেই…

আমরা জমিয়ে চোখের জল

কিনেছি ভালো থাকার কল।

আমাদের আজব হাবভাব

নিছকই গা বাঁচানো স্বভাব।

আসলে আমারা যে কি চাই

ঠিক জানি না নিজেই।

তাই আমাদের সময় চলে যায়;

আজীবন নিখুঁত হওয়ার দায়।।

                    

One thought on “নিখুঁত – শ্রীতমা ভট্টাচার্য্য”
  1. আসলে আমরা যে কী চাই
    ঠিক জানি না নিজেই !

    কবিতা ” নিখুঁত ” এ শ্রীতমা ভট্টাচার্যের অভিব্যক্তি খুব উজ্জ্বল সাহসী ও সুন্দর !

    — ঋদেনদিক মিত্রো
    ( Ridendick Mitro )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *