Spread the love

কবি পরিচিতি :

পেশার শিক্ষকতা, নেশা কবিতা পড়া। অবসরে খাতায় হিজিবিজি লেখা। এটুকুই  পরিচিতি (কবির নিজের ভাষ্যে)। 


কবিতা : নীল সীমানা
কলমে : রঞ্জনা ভট্টাচার্য্য
আমার নিদ্রিত তিলে তোমার নিভৃত অভিসার,
নীল ক্যাসিওপিয়ার কাছে ঠিকানা রেখে যাবো;
মিছিমিছি   ঠিকানার মাথায় লাইট হাউজের আলো_
তুমি জানো  তিল মানে অন্ধ মানুষের সমূদ্র যাত্রা;
নিছক হাতড়ে হাতড়ে  ধারণা কুম্ভের মধ্যে স্নান;

আমার গোপন তিলে নিজস্ব ঈশ্বর খেলা করে,
আপন মনে ছুঁয়ে থাকে নৈঃশব্দের ঘ্রাণ,

ছড়ে যাওয়া সুখ আউলিয়া সুর তোলে মাঝরাতে তিলের আঁধারে,
আকাশ তখন ঈশ্বর চোখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *