KABYAPOT.COMকবিতা

নতুন জীবন-আশা :  হান্নান বিশ্বাস

Spread the love

#নতুন জীবন-আশা#

   হান্নান বিশ্বাস

 

বসন্ত এলেই শিমুল আসে

পলাশ হাসে

ভাসে কোকিল সুর,

 

রঙ বদলে পর্ণমোচীর

শূকনো পাতা

বাতাস করে দুর।

 

বসন্ত এলেই মঞ্জরী আর

কচি পাতার

গন্ধে যে রমরমা,

 

দগ্ধ তৃণে বাঁশের বনে

শুকনো পাতার

দুঃখ যত জমা।

 

বসন্ত এলেই প্রেমালাপে

চড়ুই যুগল

বেহুশ বেসামাল,

 

মাঝ গগনে সূর্য এসে

রৌদ্র তেজে

কাটায় শীতের তাল।

 

বসন্ত এলেই কচি পটল

ইঁচোড় ঝাল

আলু সজনে ডাটা,

 

রূপ সাধনে ঘরের কোণে

নর নারীর

কাঁচা হলুদ বাঁটা।

 

বসন্ত এলেই ফাগুন চৈতের

আগুন রোদে

বীজ বপনে চাষা,

 

দোল যাত্রা আবীর খেলা

রঙের মেলা

নতুন জীবন-আশা।

 

****

আপনাদের লেখা প্রকাশ ও বিজ্ঞাপন দেওয়ার জন্য ইমেল করুন

info@kabyapot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *