Ridendick Mitro
Spread the love

ধর্ম শান্তির সঙ্গীত ঃ কাউকে কোরো না তুমি অপমান 

 

[ A Bengali song “Kauke koro na tumi opoman”, i.e. “Do not insult anyone, oh brothers”, to make the people sincere about religion that we should’t abuse one another due to religious belief. But, do everything responsive, understanding and loving to every type of simple creatures or species.

 ——————————– 

  ঋদেনদিক মিত্রো ( ভারত ) 

 

কাউকে কোরো না তুমি অপমান,

হোক সে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রীষ্টান, ইসলাম,

কাউকে কোরো না তুমি অপমান।।

 

হাজার-হাজার বছর আগে কোনটা সত্যি মিথ্যা,

খুঁজে পাবো কি আমরা তার কোনো সঠিক ব্যাখ্যা,

যুক্তির বিচারেতে যে যা পারো ভাবো,

কিন্তু জীবনটাকে নিয়ে মুক্ত আলোয় জাগো,

পরিচয়ে শুধু মানুষ, এটায় নিও স্থান,

কাউকে কোরো না তুমি অপমান।

 

একদিন এই পৃথিবীটা এক ধর্মে হবে,

সকল মানুষ চলবে তখন একই অনুভবে।

সে ধর্মের নাম হবে ভাই প্রকৃতি-ধর্ম,

সব মানুষই সবার কাছে হবে প্রণম্য।

একদিন হাসব সবাই আমরা কী ছিলাম,

কাউকে কোরো না তুমি অপমান।।

 

প্রানী হত্যা নয় কো সঠিক কোনো ধর্ম নিয়ে,

এসব অনুভূতি তোলে বিবেককে ভাবিয়ে।

ধর্ম মানে বিশ্ব প্রকৃতিকে নিয়ে ভাবনা,

তাহলে ধর্ম নিয়ে তর্কগুলো যাক না।

পৃথিবীটার রূপ কেমন, গোল, নাকি চারকোনে,

এই কথাটাই জানে কজন, ধর্ম নিয়ে জমে,

বিশ্বাসে ভুল থাকলে যুক্তিতে হোক ধরা,

তাবলে কাউকে যেন না হয় ছোট করা,

সব যুদ্ধের পরে তো ভাই অনন্তে বিশ্রাম,

কাউকে কোরোনা তুমি অপমান।।

 

————————————————

( ১৭ জুলাই ২০২৪, সকাল )

————————————————

 

বি,দ্রঃ  ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro ),  পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিস্ট। স্প্যানিস ভাষা শিখেও এই ভাষায় লেখার প্রস্তুতি চলছে। কলকাতা। ভারত। 

————————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *