দীপাবলি
অনোজ ব্যানার্জী
লাভপুর,বীরভূম।
ভারত।
দীপ চায় শিখা,শিখা চায় দীপ,
আঁধারেতে তাই,আলো জ্বেলে যায়।
কালো মেয়ে আসে,বাংলা তাই হাসে,
সাজো সাজো রব,আলোর বন্যায়।
দুর্নীতি যত,যত অন্যায়,
এসো মাগো তুমি,দাও মুছে সব।
অসুরের হাত,দাও ভেঙে দাও,
শুনতে তো চাই,হাসি কলরব।
ছলনার ফাঁদে,দেবতারা কাঁদে,
বাঁচাবে কে আজ,স্বর্গের সুখ?
রক্তের বন্যায়,পথ,ঘাট ভাসে,
দেখাবে কে আজ শান্তির মুখ?
ডাকি মনেপ্রাণে এসো শ্যামা মা,
ওই অসুরদের দাওগো বলি,
আমাদের ঘরে ঘরে তাই আজ
দেবো জ্বেলে শুভ দীপাবলি।।
……..
কবি পরিচিতি
কবি অনোজ ব্যানার্জী ১৯৫৭ খ্রীষ্টাব্দের ৩ রা জুলাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একুট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম স্বর্গীয় নিতাই পদ ব্যানার্জী।
মাতার নাম স্বর্গীয়া রাধারানী দেবী
বর্তমানে বীরভূম জেলার লাভপুরের স্থায়ী বাসিন্দা। কলকাতা মনোপ্যাথিক মেডিকেল কলেজ ও কাউন্সিল থেকে এল. এম.এম. করেছেন। দীর্ঘদিন জনগনের চিকিৎসা সেবায় রত ছিলেন। স্কুলজীবন থেকেই কবিতা লেখা শুরু করেন। প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ,””, নবীন ফুলের সাজি”‘
কলকাতার অনেক নামী পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা,আলাপী মন,,পারিজাত,,আনন্দধারা,, কল্পসাগর,,পৌষালী প্রকাশনী,,, কবিতা বাংলা,, অন্য মধুকর,,বিভিন্ন পত্রিকায় লিখছেন। ডেইলিহান্ট,,সবখবর,,অধিকার নিউজ,,অনলাইন ম্যাগে কবিতা বেরিয়েছে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।